আবদুল কুদ্দুস মাখনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ
ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ই ফেব্রুয়ারি বিকাল ৪টায় রাজধানীর ওয়ালসো টাওয়ারস্থ প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য ফাউন্ডেশনের সব সদস্যকে আহ্বান জানানো হয়েছে। এছাড়া জাতীয় বীরের আত্মার মাগফিরাত কামনায় প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী. যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম ও এমএ রশীদ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।