নাসিরনগরের কুখ্যাত ডাকাত রামধন ও জাবেদ গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রাম ও রাস্তায় ডাকাতির হোতা কুখ্যাত ডাকাত পিচ্চি রামধন ও জাবেদকে গ্রেফতার করছে নাসিরনগর থানা পুলিশ। শুক্রবার রামধনকে বাড়ি এবং জাবেদকে নাসিরনগর থেকে গ্রেফতার করে। জানা গেছে, নাসিরনগর সদর ইউনিয়নের আনন্দপুর গ্রামের রাজকুমারের ছেলে রামধন ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের মিয়াজান মিয়ার ছেলে জাবেদ মিয়া(২৫)কে গ্রেফতার করে পুলিশ । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদের জানান, রামধন ও জাবেদ বাহিণী দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি ডাকাতির মত জঘন্যতম কাজ চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন তাদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্ঠা চলছে। থানা বসে কথা হয় রামধনের সাথে। রামধন জানায়, সে আগে রিক্সা চালাত। জাবেদ তাকে এই রাস্তায় নিয়ে আসে। দুই- তিনটি ডাকাতির কাজ করার পর দেখল ভাল আয় হয়। তখন থেকেই নিয়মিত জাবেদের সাথে ডাকাতি করে। তাদের দলে মোট কয়জন লোক রয়েছে জানতে চাইলে রামধন জানান ৬ জন। তবে বড় কাজের সময় লোক সংখ্যা আরো বারে। মামলার গোপনীয়তার স্বার্থে বাকীদের নাম জানা যায়নি। তাদের টিম লিডার কে? জানতে চাইলে রামধন জানান জাবেদ।