সব ঠিক থাকলে ছয় মাসের মধ্যে এই সুবিধা চালু হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশ ছাড়াও ভারত গমনেচ্ছু ১৭৯টি দেশের নাগরিকদের ভিসার জন্য দূতাবাসে ধরনা দিতে হবে না, কাটবে ভোগান্তি।
এক্ষেত্রে নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে ভিসার জন্য আবেদন করতে হবে। আর আবেদনের তিন দিনের মধ্যে পাওয়া যাবে ইলেক্ট্রনিক ভিসা, যার মেয়াদ হবে ৩০ দিন। বাকি কাজ ভারতে পৌঁছার পর বিমানবন্দর কর্তৃপক্ষ সম্পন্ন করবে।
বাংলাদেশকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা থাকলেও পাকিস্তানি নাগরিকরা পাচ্ছে না এ সুযোগ। এছাড়া সুদান, ইরান, ইরাক, নাইজেরিয়া ও সোমালিয়ার পর্যটকরাও পাবে না এই অন-অ্যারাইভাল ভিসা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী রাজীব শুক্লা বলেন, “১৮০ দেশের পর্যটকদের অন-অ্যারাইভাল ভিসা সুবিধা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে সব প্রক্রিয়া সম্পন্ন হতে আরো ৫-৬ মাস লেগে যাবে। অক্টোবরে পর্যটন মৌসুমে আমরা এই পদ্ধতি বাস্তবায়ন করতে পারবো বলে আশা করছি।”
বুধবার ভারতের পরিকল্পনা কমিশন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পর্যটন এবং নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর শুক্লা সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “এই সুবিধা পেলে পর্যটকরা ভারতের আসার বিষয়ে আরো বেশি আগ্রহী হয়ে উঠবে, পর্যটন শিল্পও গতি পাবে। এটি হবে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত।”
ভারত সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নিরাপত্তা সংস্থা ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে একমত হলেও পুঙ্খানুপুঙ্খভাবে এর প্রভাব পর্যালোচনার উপর জোর দিয়েছে।
বিভিন্ন দেশের জন্য ‘অন-অ্যারাইভাল’ ভিসা ব্যবস্থা চালুর ব্যাপারে নিরাপত্তা সংস্থা ইতিবাচক হলেও পাকিস্তানের জন্য এখনই তা উন্মুক্ত না করার পক্ষেই তাদের অভিমত।
তারা বলছেন, এই সুবিধা পেলে জঙ্গি, অপরাধী, পলাতক আসামিরা ভারতে ঢোকার চেষ্টা করতে পারে।
অবশ্য ভারতের এই অন-অ্যারাইভাল ভিসা চালুর নতুন প্রক্রিয়া ফিনল্যান্ড, জাপান, লুক্সেমবার্গ, নিউ জিল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন্স, লাওস ও মিয়ানমারের নাগরিকদের জন্য চালু থাকা প্রক্রিয়ার চেয়ে ভিন্ন।
এসব দেশের নাগরিকদের অনলাইনে কোনো ধরনের আবেদন করতে হয় না, কাগজপত্র সঠিক থাকলেই হলো। এর ফলে ২০১২ থেকে এক বছরে এসব দেশের পর্যটকদের ভারতে আসার হার বেড়েছে ২৬ থেকে ২৮ শতাংশ।
প্রাথমিকভাবে ‘অ্যারাইভাল ভিসা’ সুবিধা দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতায় শুরু করা হলেও পরে থিরুভানাথাপুরাম, ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ বিমানবন্দরেও একই সুবিধা চালু করা হয়।
পরিকল্পনা প্রতিমন্ত্রী রাজীব শুক্লা জানিয়েছেন, ২৬টি আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সুবিধা পাবেন পর্যটকরা।
বর্তমানে পর্যটকদের ভারতে গমণের ক্ষেত্রে নিজের দেশের ভারতীয় দূতাবাসে ভিসার জন্য আবেদন করে দিনের পর দিন অপেক্ষা করতে হয়।
এদিকে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস জানিয়েছে, ‘অন-অ্যারাইভাল’ ভিসা চালু করতে আরো কিছুটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে আগামী অক্টোবরের আগে তা চালু করা সম্ভব হচ্ছে না।
এক বিবৃতিতে বাংলাদেশিদের আগের পদ্ধতি অনুসরণ করেই ভিসার জন্য আবেদন করতে পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস। কোনো ধরনের পরিবর্তন আনা হলে যথাসময়ে তা অবহিত করা হবে।