মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ২ জন গ্রেফতার
বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মরা গরুর ৫০ কেজি মাংসসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, সকাল ১১টার দিকে উপজেলার আউলিয়া বাজারে মরা গরুর মাংস বিক্রি করছিল ২ মাংস বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তি বিজয়নগর থানা পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫০ কেজি মাংসসহ ২জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের মৃত আব্দুল মোতালেব মিয়ার পুত্র মোঃ চান মিয়া ও একই ইউনিয়নের খাটিঙ্গা গ্রামের সেনু মিয়ার পুত্র মোঃ সিদ্দিক মিয়া (৪০)।