ফেসবুকে কত সময় নষ্ট করেছেন
২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুকের জন্ম। সে হিসাবে ১০ বছর পূর্ণ করে এগারোতে পা দিচ্ছে ফেসবুক। মার্ক জুকরবার্গ ও তাঁর বন্ধুদের এ উদ্যোগ এখন ছড়িয়েছে সবখানে। এক দশকে ফেসবুকের ইউজার সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ১.১ বিলিয়ন। বলতে গেলে ফেসবুক আমাদের জীবনযাপনের অংশ হয়ে গেছে। এখানেই কেটে যাচ্ছে দিনের অনেকটা সময়। আপনি কি জানেন এই দশ বছরে ঠিক কতখানি সময় আপনি দিয়েছেন ফেসবুকে? কোনো ধারণা আছে? ফেসবুকে ব্যয় করা সময়ের হিসাব বের করার জন্য ঞওগঊ ক্যালকুলেটর বানিয়েছে টাইম ম্যাগাজিন। এর সাহায্যে খুব সহজেই আপনি সেই সময়ের হিসেব পেতে পারেন এইভাবে :
১. ফেসবুকে লগ ইন করে নিচের উইন্ডোতে ঘঊঢঞ কিক করুন।
২. নতুন খোলা ফেসবুক উইন্ডোতে ঙক কিক করুন।
৩. আপনার কাটানো সময়ের হিসেব পেতে ঝঞঅজঞ কিক করুন।