শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম তফসির মিয়া (২৬)। সে উপজেলার চান্দুরা ইউনিয়নের হোসেনপুর গ্রামের ধন মিয়ার পুত্র। পুলিশ জানায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহআলমের নেতৃত্বে পুলিশ তাকে ধাওয়া করে তার বাড়ি থেকে গ্রেফতার করে।