ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
বিকাল ৪.০০ ঘটিকার সময় ব্রাহ্মবাড়িয়া সদর আসনে মাননীয় সংসদ সদস্য জনাব র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর হালদারপাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোঃ আলী আজম এর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বাহার’র পরিচালনায় এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের সভাপতি এডঃ মাহবুবুল আলম খোকন, বিশেষ অতিথি জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি এডঃ শাহানুর ইসলাম, জেলা যুবলীগ নেতা শাহ আলম সরকার। আমন্ত্রিত অতিথি সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার। বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন রানা, আবু হানিফ মুন্সী, আজাদ হাজারী (আঙ্গুর মেম্বার), আবু নাহিদ সোহাগ, আনার হোসেন বাদল, শাহনাজ মোল্লা, মনিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, বোরহান উদ্দিন সোহাগ, আবু আহমেদ শিপন, জসিম উদ্দিন, হাবিবুর রহমান, বাদল, মোঃ ইদন, কবির হোসেন, আলমগীর, মাহফুজ আহমেদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ মোজাম্মেল হক, শাহীন হাজারী, সেলিম, বাশার, মোহাম্মদ আলী, আবু বক্কর, মোজাম্মেল হক, আমির হোসেন, জাফর আলী, হেলাল, মোঃ আমির হোসেন, বিল্লাল হোসেন, আব্দুল কাইয়ূম মেম্বার, রফিকুল ইসলাম, সৈয়দ হোসেন সাগর, বশির আহমেদ ও মনির হোসেন প্রমুখ। উক্ত বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে সদর উপজেলা ও ইউনিয়ন যুবলীগের মতামত গ্রহণের অনুরোধ জানানো হয় এবং আধুনিক ব্রাহ্মণবাড়িয়ার রূপকার জননেতা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে পুনরায় বিপুল ভোটে নির্বাচিত করায় সকলকে ধন্যবাদ জানানো হয়। আগামী ৭ তারিখের গণসংবর্ধনা সফল করার জন্য আহ্বান জানানো হয়।