নবীনগরে সন্ত্রাসী হামলায় নিহত- ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শ্রীরামপুর গ্রামে বাড়ির সীমানা সক্রান্ত বিরোধের জের ধরে এক সন্ত্রাসী হামলায় একজন নিহত হয়েছেন। শনিবার (২৬/০১) রাতে নবীনগর সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হামলায় আহত রাবেয়া খাতুন (৭৫ ),স্বামী মৃত ইমাম উদ্দিন মারা যান । জানা যায় মামলা মোকদ্দমার পূর্ব বিরোধীতায় ওই গ্রামের জাকির মিয়ার বাড়িতে তার পাশ্ববর্তী বাড়ির কাজল, জামাল গংর সন্ত্রাসীরা গত মঙ্গলবার ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় ৪জন গুরুর আহত হয়। হামলাকারীরা বাড়ির নারীদের শ্লীলতাহানী সহ লুটপাট চালায়। এ ঘটনায় জাকির মিয়ার স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় মামলা দায়ের করে। এর পূর্বে গত ১৯ জানুয়ারী ওই সন্ত্রাীরাই তাদেও উপর হামলা চালিয়েছিল। ওই হামলার মামলার তদন্তে পুলিশ গেলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে পুলিশ চলে আসার পর আবারো এ হামলা চালায় ।