সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শেখ হাসিনার সরকার সারা বিশ্বে প্রতিবন্ধী বান্ধব সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে—মোকতাদির চৌধুরী এমপি

Robeulকেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য,বিশিষ্ট লেখক,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,শেখ হাসিনার সরকার বাংলাদেশে প্রতিবন্ধীদের কল্যাণে ব্যাপক কর্মসূচী পালন করছে।এ সরকার সারা বিশ্বে প্রতিবন্ধী বান্ধব সরকার হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল বিশ্বব্যাপী অটিস্টিকদের কল্যাণে কাজ করে ব্যাপক সুখ্যাতি পেয়েছেন।প্রতিবন্ধীদের পুনর্বাসনে শেখ হাসিনা যে ভূমিকা রাখছে তা অতুলনীয়।তিনি গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে এ কথা বলেন।এসময় তাঁর সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান আল মামুন সরকার,রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম তৈমুর,জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব শাহ আলম,সাবেক ছাত্রনেতা সৈয়দ এহতেশামুল বারী তানজিল,শিশু পরিবার তত্বাবধায়ক রৌশনারা বেগম,আসমাতুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের ইনচার্জ গাজী সাদেকুর রহমান,মূক ও বধির নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম।এসময় তিনি সরকারি শিশু পরিবার, আসমাতুন্নেসা বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, মূক ও বধির নি¤œ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।