মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

Akura checkpost ভারতের ৬৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রবিবার ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে দুই দেশের সীমান্তে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়েছে।

এদিকে, আমদানি রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কাষ্টমস কর্তৃপক্ষ।

ব্রা‏হ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, প্রজাতন্ত্র দিবসে রোববার সে দেশে সরকারি ছুটি থাকায় আমদানি রফতানি বন্ধ রাখা হয়েছে।  তবে সোমবার থেকে পণ্য আমদানি রফতানি স্বাভাবিক থাকবে।