বাংলাদেশ একজন ভাগ্যবান প্রধানমন্ত্রী পেয়েছে
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন বাংলাদেশ একজন ভাগ্যবান প্রধানমন্ত্রী পেয়েছে তার যোগ্য নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন এলাকার মানুষ আমাকে ভালবেসে অনেক প্রত্যাশা করেন। আপনাদের প্রত্যাশা পূরণে আমি কাজ করে যাব। তিনি কসবা মহিলা ডিগ্রি কলেজ জাতীয় করনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানসহ সার্বিক সমস্যাদি সমাধানের আশ্বাস দেন। গতকাল শনিবার (২৫ জানুয়ারী) সকালে কসবা মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথা বলেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি শিল্পপতি এ.কে.এম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন: উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো.আজহারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুল হক ভূইয়া, আওয়ামী লীগ নেতা আলহাজ হামিদুল হক মাষ্টার, এম.জি হাক্কানী, এডভোকেট রাশেদুল কায়সার জীবন, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য এনামুল হক ভূইয়া মানিক ও কামরুজ্জামান শিবলী, যুবলীগনেতা পৌর কাউন্সিলর মো. আবু জাহের। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মো. তসলিম মিয়া। কলেজের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী সানজিদা রহমান স্মৃতি। সহকারী অধ্যাপক মো. আবুল হোসেন ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মৌ, রেজবিন রু দাওয়ানা প্রমুখ। এর পূর্বে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত পানিয়ারুপ উচ্চ বিদ্যালয়ে জাতীয় টিকা দিবস ও হাম-রুবেলা ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। সিভিল সার্জন ডা: নারায়ণ চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব আলহাজ আজহারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলাম।