বিজয়নগরে অটোরিকশা চাপায় বৃদ্ধ নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার চাপায় নূরুল হক (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার সিংগারবিল- চাওড়া আঞ্চলিক সড়কের চাওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত নূরুল হক উপজেলার নোয়াগাও গ্রামের বাসিন্দা।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অং সাং থোয়ই বাংলানিউজকে জানান, দুপুরে নূরুল হক বাড়ি থেকে সিংগারবিল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চাওড়া এলাকায় একটি অটোরিকশা তাকে পেছন থেকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, হাসপাতাল থেকে মৃতের লাশ উদ্ধার থানায় আনা হয়েছে। অটোরিকশাটি আটক করা হলেও চালক পালিয়ে যায়।