পাওয়ার কন্যা সেরেনার পর এবার ছিটকে পরলেন গ্লামার গার্ল শারাপোভাও
সোমবার বছরের প্রথম এই গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে স্লোভাকিয়ার ডোমিনিকা সিবুলকোভার কাছে হেরেছেন রুশ তারকা শারাপোভা।সেরেনা উইলিয়ামসের পর অস্ট্রেলিয়ান ওপেন থেকে এবার ছিটকে পড়লেন মারিয়া শারাপোভাও। তবে প্রত্যাশিত জয় পেয়েছেন গত দুইবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা।
মেয়েদের এককের ২০তম বাছাই সিবুলকোভার বিপক্ষে প্রথম সেট জিতে শুরুটা ভালোই করেছিলেন ২০০৮ সালের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী শারাপোভা। কিন্তু পরের দুই সেটে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি, হেরে গেছেন ৩-৬, ৬-৪, ৬-১ গেমে।যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিভেন্সকে ৬-৩, ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন বেলারুশের আজারেঙ্কা। টুর্নামেন্ট থেকে শীর্ষ বাছাই সেরেনা উলিয়ামস ও তৃতীয় বাছাই শারাপোভা ছিটকে পড়ায় আজারেঙ্কার হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যটা এখন অনেকটাই মসৃণ।
এছাড়া মেয়েদের এককে হেরে গেছেন অষ্টম বাছাই সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচ। তাকে ৬-৪, ২-৬, ৬-০ গেমে হারিয়ে শেষ আঠে উঠেছেন একাদশ বাছাই রোমানিয়ার সিমোনা হ্যালেপ।