আশুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত
মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুছ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় গোলচত্বর থেকে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি নাছির আহমেদ ও সাধারন সম্পাদক মওলানা কাজী অধ্যক্ষ মহিউদ্দিন মোল্লার নেতৃত্বে জশনে জুলুছ রেব হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার গোলচত্বরে গিয়ে শেষ হয়। জশনে জুলুছে প্রায় ১০হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। জশনে জুলুছ শেষে অলোচনা সভায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মাওলানা অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, উপজেলা সুজনের সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, আশুগঞ্জ উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব কারী মাওলানা নূরুল ইসলাম আল ক্বাদরী, আলহাজ্ব মাওলানা গোলাম মওলা, মাওলানা সৈয়দ বাকী বিল্লাহ, মোঃ ফখরুল ইসলাম মোল্লা, মোঃ জিল্লুর রহমান মুন্সী, মোঃ তসলিম আহমেদ, হাফেজ আতাউল্লাহ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা ইসমাইল হামেদী, মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাইদুর রহমান রেজবী, মাওলানা মোজাম্মেল হক জালালী, মাওলানা ক্বারী আব্দুর রশিদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা রবিউল্লাহ নূরী, মাওলানা সফিউল্লাহ।