বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদার দাবিতে সংখ্যালঘু পরিবারে হামলা, সন্ত্রাসীর বাবা আটক

Crimeচাঁদার দাবিতে ব্রাহ্মণবাড়ীয়ায় সংখ্যালঘু পরিবারে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ওই পরিবারের ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় হামলাকারী চিহ্নিত সন্ত্রাসী মহসিনের বাবাকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে পৌর এলাকার পাইকপাড়ার দাসপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও সদর থানা পুলিশের তালিকাভুক্ত আসামি মহসিন মিয়া-(২৬) প্রায়ই হুমকি-ধমকি দিয়ে রাম গোপাল চক্রবর্তীর কাছ থেকে দফায়-দফায় চাঁদা আদায় করেন।  পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি বিষয়টি থানা পুলিশকে অবহিতও করেননি।

এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে মহসিন আবারও তার কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অপারগতা জানালে মহসিন এবং তার সহযোগিরা উত্তেজিত হয়ে রাম গোপাল চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যের ওপর হামলা করেন। এতে রাম গোপাল চক্রবর্তী, তার স্ত্রী শিখা চক্রবর্তী ও মেয়ে রিপা চক্রবর্তী আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে এসময় তারা হুমকি দিয়ে যায়, চাঁদা না দিলে রাতে আগুন দিয়ে বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হবে।

হামলায় আহত রিপা চক্রবর্তী বলেন, ‘আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। কখন কি হয় এনিয়ে চরম দুঃচিন্তায় আছি।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়ীয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল পাশা বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসী মহসিনের বাবাকে আটক করা হয়েছে। মহসিন ও তার সহযোগিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এ জাতীয় আরও খবর

শিশুদেরও গোপন কারাগারে রাখতেন হাসিনা, দেওয়া হতো না মায়ের দুধ!

আতিক, পলক ও সাদেক ফের রিমান্ডে

চিটাগংকে দেড় শ’র আগে থামিয়ে দিলো ঢাকা

ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ, বিচার চলতে বাধা নেই

পাপিয়া সারোয়ারকে দেয়া হবে মরণোত্তর সম্মাননা

৯৭তম অস্কার মনোনয়ন ঘোষণা করবেন যারা

এবার কোস্টগার্ড প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

রোহিঙ্গা সংকট সমাধানে ইউএনএইচসিআরের সহযোগিতার আশ্বাস

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

একমাত্র গাড়ি নিয়ে ধুঁকছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সারজিস

সব কিছু নির্ভর করছে মালয়েশিয়ার ওপর: প্রবাসী কল্যাণ সচিব