শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের পিঁড়িতে বসছেন বিপাশা বসুও

Bipasaএকটা সময় বিপাশার প্রায় সমার্থক একটি নাম ছিলো জন আব্রাহাম। নদীর কূল ভাঙার মত সকাল-বিকাল বলিউড তারকাদের প্রেমের সম্পর্ক ভাঙলেও এই দু’জনের প্রেম ছিল ‘ইস্পাত কঠিন’। কোনো রকম লুকোছাপাহীন সেই মধুর প্রেম টিকে ছিল দীর্ঘ নয় বছর।

বড় প্রেম নাকি শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। জন আব্রাহাম আর বিপাশা বসুর দীর্ঘ দিনের প্রেম ভাঙনের পর তা-ই হল। একে অপরের কাছ থেকে সরে গেলেন যোজন-যোজন ব্যবধান দূরে।

নতুন বছরের শুরুতে জানা গেল বিয়ে করে ফেলেছেন জন আব্রাহাম। পাত্রী বছর দেড়েকের প্রেমিকা প্রিয়া রাঞ্চল।

সাবেক প্রেমিকের বিয়ের পর কী ভাবছেন বিপাশা?

ঘনিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে বিয়ে করতে যাচ্ছেন বিপাশা বসুও! পাত্র আব্রাহাম পরবর্তী প্রেমিক অভিনেতা হারমান বেওজা।

অবশ্য আব্রাহাম বিয়ে করেছেন বলে নয়, সিদ্ধান্তটি বিপাশা নিয়েছেন আরও আগে।

চলতি বছরের আগস্টে মুক্তি পাবে হারমান অভিনীত ‘ঢিশকিয়াও’। এরপরই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন হারমান-বিপাশা।

একই সূত্র মতে, বিপাশার বাবা এইচকে ও মা মমতা বসুর সঙ্গে হারমানের বাবা হ্যারি ও মা পাম্মির একাধিকবার সাক্ষাৎ হয়েছে। তারাও দু’জনের বিয়ে নিয়ে আলাপ আলোচনা করেছেন।

প্রসঙ্গত, বিপাশা-হারমানকে প্রথম একসঙ্গে দেখা যায় ২০১২ সালের ডিসেম্বরে।

এ জাতীয় আরও খবর