বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ট্রেনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Train.......জেলা শহরের কলেজপাড়া এলাকায় রেলগেইটের একটু সামনে টেনের নিচে ঝাঁপ দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছেন।

নিহত গৃহবধূ শহরের মাছিহাতা গ্রামের আবদুর রউফ মিয়ার স্ত্রী সৈয়দা ইসমত আরা (৪০)।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, সকালের যেকোন সময়  ইসমত আরা ট্রেনে কাটা পড়ে নিহত হন। তবে কোন ট্রেনে কাটা পড়েছে তা জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইসমত আরা আত্মহত্যা করেছেন।

পরে পুলিশ খবর পেয়ে সকাল ১১টার দিকে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

আখাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলামেইলকে বলেন, কোন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তবে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।