বিপুল ভোটে পূনরায় সাংসদ নির্বাচিত হওয়ায় উবায়দুল মোকতাদির চৌধুরী কে পৌর মেয়র হেলাল উদ্দিনের শুভেচ্ছা ও অভিনন্দন
প্রধানমন্ত্রীর সাবেক একান্তসচিব, পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম নেতা, বিশিষ্ট লেখক, আলোচক, ইসলামী চিন্তাবিদ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সদ্য অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের নৌকা প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মোকতাদির চৌধুরী কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, জননেতা মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় মেয়র বলেন, উবায়দুল মোকতাদির চৌধুরী নবম জাতীয় সংসদে উপ নির্বাচনে বিজয়ী হয়ে, মাত্র ৩ বছরে নিজ সংসদীয় আসনে যে পরিমান উন্নয়ন করেছেন তা এ অঞ্চলের সর্বকালের উন্নয়ন রেকর্ড কে ভঙ্গ করেছে। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, চিকিৎসা, বিদ্যুৎতায়ন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা-কবরস্থান, মন্দির প্রভিতি উন্নয়ন, সরকারি-বেসরকারি চাকরিতে সুযোগ সৃস্টি সহ সন্ত্রাস, দূনীর্তি ও মাদক মুক্ত ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া গঠনে উন্নয়ন কর্ম দক্ষতায় নিন্দুকের নিন্দা কেও জয় করেছেন। রাজনৈতিক বিচক্ষণতা, বিন¤্র ব্যবহার, সংযোত আবেক, জ্ঞান গর্ভ আলোচনা, রাজপথে সাহসী সিদ্ধান্ত, সাংষ্কৃতিক পৃষ্ঠ পোষকতা প্রভিতি গুনের সমাহার দিয়ে অতি অল্প সময়ে ছোট-বড়, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের হৃদয়ে আসন গেড়ে নিয়েছেন মোকতাদির চৌধুরী। রাজনৈতিক মত পার্থক্যর উর্দ্ধে থেকে জেলার মাটি ও মানুষ কে ভালোবেসে উন্নয়নের ছোয়া দিয়েছেন সর্বত্র। তাই মোকতাদির চৌধুরী আজ মাটি ও মানুষের সর্বজন শ্রোদ্ধেয় নেতা। জননন্দিত জননেতা। বিৃতিতে মেয়র আশা প্রকাশ করেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে মোকতাদির চৌধূরী জেলার উন্নয়ন কে আরো গতীশীল করবেন ত্বরান্বিত করবেন। এই জেলা কে দেশের সর্ব শ্রেষ্ট জেলাতে পরিনিত করবেন এবং কাংখিত উন্নয়ন দ্বারা জেলা বাসীর মনোষ্কামনা পূর্ণ করবেন। বিবৃতিতে মেয়র মোকতাদির চৌধূরীর শারিরিক সুস্থতা, দির্ঘায়্যু ও উত্তর উত্তর সাফল্য কামনা করেন। মেয়র এসময় তিনি মোকতাদির চৌধূরী কে ভোট দিয়ে এবং অনান্য সহযোগিতার মাধ্যমে বিজয়ী করার জন্য সকল কে ধন্যবাদ জানান।