সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মার্কিন পাওয়ার কন্যা সেরেনার কাছে হেরে গেলেন রুশ কন্যা মারিয়া শারাপোভা

Serenaব্রিসবেন, অস্ট্রেলিয়া: ব্রিসবেন ওপেনে মার্কিন পাওয়ার কন্যা সেরেনার কাছে হেরে গেলেন রুশ কন্যা মারিয়া শারাপোভা। সেমিফাইনালে সেরেনা ৬-২,৭-৬ এবং ৯-৭ সেটে পরাজিত করেন। আর এই জয়ের মাধ্যমে সেরেনা ১৮ তম গ্র‍্যান্ডস্লাম জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন। পুরুষদের সেমিফাইনালে অস্ট্রেলিয়ান মারিনকো মেটোসেভিককে হারিয়ে দিয়েছেন ব্রিজড।
মার্কিন এই পাওয়ার কন্যার মুকুটে আরো একটি পালক যোগ হবার প্রত্যাশা সকল মার্কিনীর।