২০১৪ সালের এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশেই
২০১৪ সালের এশিয়া কাপ ক্রিকেট বাংলাদেশেই হবে। শ্রীলঙ্কার কলম্বোতে শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ এশিয়া কাপ হবে।
এর আগে বাংলাদেশ থেকে এশিয়া কাপ সরিয়ে নেয়া হলে তা আয়োজন করার আগ্রহ প্রকাশ করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ভাবিয়ে তুলেছিল আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনকে। বিরোধী দলের ডাকা হরতাল-অবরোধের মধ্যে সফর বাতিল করে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ-১৯ দল দেশে ফিরে যাওয়ার পর বাংলাদেশ সফরের ব্যাপারে শঙ্কার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড।