সোমবার, ২০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলে পেট্রোল বোমা বিস্ফোরণ

BBaria Mapব্রাহ্মণবাড়িয়ায় কান্দিপাড়া মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দু’টি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তবে স্কুলটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা ওই স্কুলটির নিচতলা ও দোতলার দুটি কক্ষে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পরে বিস্ফোরিত বোমার আগুন ও ধোঁয়া দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তবে পুলিশ আসার আগেই আগুন নিভে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। স্কুলটি বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি।