নির্বাচন হচ্ছে জনগনের উৎসব নবীনগর উপজেলার ১০ম সংসদ নির্বাচনের উদ্দ্যেশে মতবিনিময় করেন জেলা প্রশাসক
দশম জাতীয় সংসদ নির্বাচনের ২৪৭ ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর উপজেলার ৫ই জানুয়ারী নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ হবে ইনশাল্লাহ। নির্বাচন বানচাল বা প্রতিহত করার চেষ্টা করলে আমরা কঠোর হাতে তা দমন করব। আপনেরা যারা জনপ্রতিনিধি উপজেলার ইউপি চেয়ারম্যান আছেন, আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে হবে। নির্বাচন হচ্ছে জনগনের উৎসব, নির্বাচন হচ্ছে একটা গুরুত্বপূর্ন বিষয়। মা বোনেরা যেন ভোট দিতে গিয়ে কোন ঝামেলায় না পরে সেদিকে সকলের সতের্ক থাকতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর গতকাল বৃহস্পতিবার দুপুরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে হলরুমে নির্বাচনী মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড.মো: মোশারফ হোসেন এ কথাগুলি বলেন। নবীনগর পৌরসভা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যারম্যন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জিয়াউল হক সরকার, উপজেলার মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা মাহবুবুল রহমান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার, এসিল্যান্ড(ভূমি)মো: আবুল কালাম, নবীনগর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো: আবু জাফর, উপজেলার ইউপি চেয়ারম্যান, সহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।