শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনের ১৫ প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা

EC-3আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৬টি আসনের মধ্যে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ার ২টি আসনে আওয়ামীলীগের প্রার্থীরা বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪- (কসবা-আখাউড়া) আসনে আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট আনিসুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬- (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামীলীগ প্রার্থী, সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অবঃ) এ.বি তাজুল ইসলাম।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই দুটি আসনের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বর্তমানে জেলার বাকী ৪টি আসনে নির্বাচনী মাঠে ভোট যুদ্ধে লড়ছেন আওয়ামীলীগ, জাতীয় পার্টি, বিএনএফ, জাতীয় পার্টি (জেপি) সহ বিভিন্ন রাজনৈতিক দলের ১৫ জন প্রার্থী।
হলফনামা অনুযায়ী প্রার্থীদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের আওয়ামীলীগ প্রার্থী সায়েদুল হক এম.পি’র শিক্ষাগত যোগ্যতা এম.এ, এল.এল.বি, একই আসনের জাতীয় পার্টির প্রার্থী রেজোয়ান আহমেদের শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি। ব্রাহ্মণবাড়িয়া-২- (সরাইল- আশুগঞ্জ) আসনের প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা এম.পি’র শিক্ষাগত যোগ্যতা বি.এ,এল.এল.বি, নির্দলীয় প্রার্থী শাহ মফিজের শিক্ষাগত যোগ্যতা এম.এ, বিএনএফ প্রার্থী মোঃ হাবিবুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী জামিলুল হক বকুলের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি, জাসদ (ইনু) প্রার্থী আবু বকর মোহাম্মদ ফিরোজের শিক্ষাগত যোগ্যতা এম.এস.এস, এল.এল.বি, নির্দলীয় প্রার্থী নায়ার কবিরের শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি এবং নির্দলীয় প্রার্থী আবু শামীম মোঃ আরিফের শিক্ষাগত যোগ্যতা বি.এ।
ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের আওয়ামীলীগ প্রার্থী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি’র শিক্ষাগত যোগ্যতা এম.এস.এস, জাতীয় পার্টি (জেপি) প্রার্থী ফরিদ আহমেদের শিক্ষাগত যোগ্যতা এম.বি.বি.এস, ইসলামিক ফ্রন্টের প্রার্থী সৈয়দ নাঈম উদ্দিনের শিক্ষাগত যোগ্যতা এম.এ এবং বিএনএফ প্রার্থী জহিরুল ইসলাম ভূঁইয়া স্বশিক্ষিত। ব্রাহ্মণবাড়িয়া-৫-(নবীনগর) আসনের আওয়ামীলীগ প্রার্থী ফয়জুর রহমানের শিক্ষাগত যোগ্যতা এস.এস.সি এবং একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মোঃ মামুনুর রশিদের শিক্ষাগত যোগ্যতা কামিল (এম.এ) পাস। মনোনয়ন পত্রের সাথে জমা দেয়া প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সালমান শাহ-শাকিব খানের মতোই জয়কে টার্গেট করা হলো : স্ত্রী নীড়

মৃত্যুর দু’বছর পর ব্রুনাই থেকে ফিরছে দুই বাংলাদেশির লাশ

এক মিনিটের জন্য শেষ বিসিএসের স্বপ্ন, হাউমাউ করে কান্না

জাতীয় পার্টির কোনো রাজনীতি নেই: ফিরোজ রশিদ

গরমে সরবরাহ কম, আরও বেড়েছে সবজির দাম

পাটগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনপির ৭৫ নেতা বহিষ্কার

১০ কোটি টাকার অনিয়ম, পাবনায় অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

‘পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত’

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী