শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হয় অসহযোগ না হয় গণকারফিউ।

BNP Logoহয় অসহযোগ না হয় গণকারফিউ। কি কর্মসূচি দিচ্ছেন বিরোধী নেতা খালেদা জিয়া। আগামীকাল সংবাদ সম্মেলনে তা নিশ্চিত হবে। চলমান সঙ্কটে বিরোধী দলের অবস্থান ব্যাখ্যা ও নতুন কর্মসূচি নিয়ে আসছেন তিনি। এদিন সন্ধ্যায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন তিনি। সংবাদ সম্মেলনেই আসতে পারে নতুন কর্মসূচির ঘোষণা। এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান গতকাল এক বিবৃতিতে জানান, দেশে চলমান সঙ্কট ও সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর বিএনপি চেয়ারপারসন ও বিরোধী নেতা খালেদা জিয়া ২৪শে ডিসেম্বর মঙ্গলবার দেশবাসীর উদ্দেশে তার বক্তব্য তুলে ধরবেন। দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে তিনটি বিষয় গুরুত্ব পাবে। চলমান সঙ্কট ও একতরফা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেবেন তিনি। এছাড়া চলমান সঙ্কট নিরসনে জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত সংলাপ কেন সংলাপ সফল হয়নি এবং কেন বিরোধী দল নির্বাচনে যাচ্ছে না সেটা ব্যাখ্যা করবেন। সংবাদ সম্মেলন থেকে তিনি ভোটারদের প্রহসনের নির্বাচন বর্জন করার ডাক দেবেন। বিশেষ করে প্রহসনের নির্বাচনে ইতিমধ্যেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার মাধ্যমে দেশের অর্ধেকের বেশি ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার কথা তুলে ধরে তিনি এ আহ্বান জানাবেন। দলীয় সূত্র জানায়, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান অবরোধ কর্মসূচি আরও দীর্ঘায়িত হতে পারে। আগামীকাল শেষ হচ্ছে পঞ্চম দফা ৮৩ ঘণ্টার অবরোধ কর্মসূচি। কিন্তু অসহযোগ বা গণকারফিউর আগে ষষ্ঠ দফায় ফের অবরোধ কর্মসূচি ঘোষণা আসতে পারে। ৫ই জানুয়ারি একতরফা প্রহসনের নির্বাচন প্রতিহত করতে আগামী ১লা জানুয়ারি থেকে শুরু হতে পারে অসহযোগ বা গণকারফিউ। বিএনপি ও ১৮ দলীয় জোটের শরিক দলের কয়েকজন নেতা এমন তথ্য জানিয়েছেন। তারা বলেন, গণদাবি আদায়ে ১৮ দলের পক্ষ থেকে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচি ঘোষণার দায়িত্ব দেয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। তিনি যে কর্মসূচি ঘোষণা করবেন তা-ই জোটের নেতাকর্মীরা পালন করবে। সূত্র আরও জানায়, এই দুই কর্মসূচির বাইরে বিকল্প হিসেবে ঢাকা ঘেরাও ও গণঅবস্থান কর্মসূচি-ও আসতে পারে। বিষয়টি নির্ভর করছে সামগ্রিক বিবেচনার ওপর। এদিকে চলমান আন্দোলন জোরালো করতে নেতাদের ওপর পুরোপুরি নির্ভর করছেন না খালেদা জিয়া। কিছুদিন ধরে বিভিন্ন জেলার তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলছেন তিনি। পরিস্থিতির ভিত্তিতে তিনি সরাসরি রাজপথের আন্দোলনে অংশ নেবেন। তবে জোট নেতারা বলেছেন, এখনও সে সময় আসেনি।

এ জাতীয় আরও খবর