টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৩৩ তম জন্মবার্ষিকী পালিত
আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ১৩৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
সকালে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ডীন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ মওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত করেন।
এরপর বিভিন্ন সংগঠন মরহুমের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাসানীর রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মাজার প্রাঙ্গণে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।