বিদায়ী টেস্টেও শচীনের ব্যাটে তারুণ্যের ঝলক
টানা দুই যুগ ধরে মুগ্ধতা ছড়িয়েছেন, সাচীন টেন্ডুলকার। শেষ বেলায় এসেও ব্যতিক্রম হলো না তাঁর। বিদায়ী টেস্টেও মুগ্ধতা ছড়ানো ব্যাটিংয়ে করলেন ৭৪ রান। এটিই হতে পারে সাচীনের রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের শেষ ইনিংস। কারণ মুম্বাই টেস্টে প্রথম ইনিংসে ৩১৩ রানের লিড নিয়েছে ভারত। শেষ খবর পর্যন্ত ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৪৩ রান।
মুম্বাই টেস্টের প্রথম দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যাওয়ায়, কিছুটা স্বস্তিতেই ছিল সাচীন ভক্তরা। মাঠে নামবেন ক্রিকেট ঈশ্বর, নামলেনও। ছয়টি বাউন্ডারি হাকিয়ে প্রথম দিনশেষে অপরাজিত রইলেন ৩৮ রানে। বল খেললেন ৭৩টি।
শুরু হলো দ্বিতীয় দিন। মাস্টার ব্লাস্টারকে বিদায় জানাতে গ্যালারী ভর্তি দর্শকের পাশাপাশি ভিআইপি বক্সে সকাল থেকেই বলিউড তারকারাও।
দিনের প্রথম ওভারে ১ রান নিলেন লিটল মাস্টার। পরের ওভারটা শিলিংফোর্ডের। ওবারের তিন আর চার নম্বর বলে মারলেন পরপর দুটি চার। ওভার শেষে ৪৭ রানে অপরাজিত সাচীন।
শিলিংফোর্ডের পরের ওভারটাতে নিলেন একরান। এরপর এলেন টিনো বেস্ট। প্রথম চারটি বল ডট হলেও পঞ্চম বলেই চার মেরে পৌঁছে গেলেন ৫০ রানের মাইলফলকে। সাদা পোশাকের ৬৮ তম ফিফটি করতে বল খেললেন ৯১টি। তাতে বাউন্ডারির সংখ্যা নয়।
বেস্টের বদলে বোলিংয়ে এলেন গ্যাব্রিয়েল। তাকেও ছাড় দিলেন না সাচীন।
ম্যাজিক ফিগারের দিকেই এগোচ্ছিলেন লিটল মাস্টার। কিন্তু তাকে থামিয়ে দিলেন দিওনারইন। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৭৪ করে থামলেন ক্রিকেট ঈশ্বর।
সেঞ্চুরি করতে পারেন নি। তাতে কী। মাস্টার ব্লাস্টারকে সম্মান দিতে ভুললো না ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভুললেন না তাঁর সতীর্থরা।
টানা দুই যুগ ধরে মুগ্ধতা ছড়িয়েছেন, সাচীন টেন্ডুলকার। শেষ বেলায় এসেও ব্যতিক্রম হলো না তাঁর। বিদায়ী টেস্টেও মুগ্ধতা ছড়ানো ব্যাটিংয়ে করলেন ৭৪ রান। এটিই হতে পারে সাচীনের রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের শেষ ইনিংস। কারণ মুম্বাই টেস্টে প্রথম ইনিংসে ৩১৩ রানের লিড নিয়েছে ভারত। শেষ খবর পর্যন্ত ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৪৩ রান।
মুম্বাই টেস্টের প্রথম দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যাওয়ায়, কিছুটা স্বস্তিতেই ছিল সাচীন ভক্তরা। মাঠে নামবেন ক্রিকেট ঈশ্বর, নামলেনও। ছয়টি বাউন্ডারি হাকিয়ে প্রথম দিনশেষে অপরাজিত রইলেন ৩৮ রানে। বল খেললেন ৭৩টি।
শুরু হলো দ্বিতীয় দিন। মাস্টার ব্লাস্টারকে বিদায় জানাতে গ্যালারী ভর্তি দর্শকের পাশাপাশি ভিআইপি বক্সে সকাল থেকেই বলিউড তারকারাও।
দিনের প্রথম ওভারে ১ রান নিলেন লিটল মাস্টার। পরের ওভারটা শিলিংফোর্ডের। ওবারের তিন আর চার নম্বর বলে মারলেন পরপর দুটি চার। ওভার শেষে ৪৭ রানে অপরাজিত সাচীন।
শিলিংফোর্ডের পরের ওভারটাতে নিলেন একরান। এরপর এলেন টিনো বেস্ট। প্রথম চারটি বল ডট হলেও পঞ্চম বলেই চার মেরে পৌঁছে গেলেন ৫০ রানের মাইলফলকে। সাদা পোশাকের ৬৮ তম ফিফটি করতে বল খেললেন ৯১টি। তাতে বাউন্ডারির সংখ্যা নয়।
বেস্টের বদলে বোলিংয়ে এলেন গ্যাব্রিয়েল। তাকেও ছাড় দিলেন না সাচীন।
ম্যাজিক ফিগারের দিকেই এগোচ্ছিলেন লিটল মাস্টার। কিন্তু তাকে থামিয়ে দিলেন দিওনারইন। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৭৪ করে থামলেন ক্রিকেট ঈশ্বর।
সেঞ্চুরি করতে পারেন নি। তাতে কী। মাস্টার ব্লাস্টারকে সম্মান দিতে ভুললো না ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভুললেন না তাঁর সতীর্থরা।