ফখরুলের অভিযোগ অস্বীকার, তার ফোনে এমন কোনো কল-ই আসেনি: সৈয়দ আশরাফ
মির্জা ফখরুল ইসলাম ফোনে বার বার চেষ্টা করেছেন এমন অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরফুল ইসলাম বলেছেন, তার ফোনে এমন কোনো কল-ই আসেনি। গতরাতে সময় টেলিভিশনকে টেলিফোনে এ কথা জানান তিনি।
ফোনে সৈয়দ আমরাফ সময় সংবাদকে জানান, 'তিনি ভুল নাম্বারে ফোন করেছেন, তা না হলে ওনার ফোন নাম্বারতো আমার ফোনে সেভ করা আছে এবং আমার নাম্বারও ওনার ফোনে সেভ করা আছে। আমরাতো প্রতিনিয়তই ফোনে কথা বলি। আমার ফোনে যে নম্বার সেভ করা আছে, ওই ফোন থেকে তিনি ফোন করেন নাই। সুতরাং আমার জানার কোনো উপায় নেই যে, মির্জা ফখরুল সাহেব ফোন করেছেন। তবে, আমি মন করি যে সঠিক নাম্বারে যদি ফোন করে থাকেন, তাহলে আমি অবশ্যই ফোন উত্তর করবো।'
তিনি অরো বলেন, 'আর একটি বিষয় আমি ফখরুল সাহেবকে অনুরোধ করেছি যে, গত বৃহস্পতিবার ১১টা ২০ মিনিটে প্রেসক্লাবে আলোচনায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন যে, আলোচনার সুযোগ নেই। আলোচনার সুযোগ যদি থাকে, তাহলে আমাকে ফোন করেন, আমি অলোচনা করতে প্রস্তুত।'