জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘জাকসু’ নির্বাচন ২ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ ২১ বছর পর 'জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন' জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বুধবার সকালে আগামী ২ জানুয়ারী এ নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন।
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর জাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর গত ৪২ বছরে জাকসু নির্বাচন হয়েছে মাত্র ৯ বার। সর্বশেষ নির্বাচন ১৯৯২ সালে হয়েছিল। সে সময় ছাত্র শিক্ষকরদের মধ্যে একটি অপ্রীতিকর ঘটনার কারণে বন্ধ হয়ে যায় এই নির্বাচন। এরপর থেকে আর কোনো উপাচার্য সক্রিয়ভাবে জাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেনি। বর্তমান উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন দায়িত্ব গ্রহণের পরই জাকসু নির্বাচনের ঘোষণা দেন।