রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরে প্রশংসা করল ওমান

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের একাংশকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের উদ্যোগের প্রশংসা করেছে ওমান। বাংলাদেশে ওমানের বিদায়ি চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) তায়িবসালাম আবদুল্লাহ আল আলায়ি সম্প্রতি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে এ প্রশংসা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রীর সরকারি বাসভবনে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিদায়ি সিডিএ কক্সবাজারের চেয়ে ভাসানচরের পরিবেশ রোহিঙ্গাদের জন্য অনেক অনুকূল বলে উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ওমানে প্রায় সাত লাখ বাংলাদেশি কর্মীর কল্যাণ নিশ্চিত করতে ওমান সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেন এবং কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গা ইস্যু, বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গ্রহণ ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় সহযোগিতার ক্ষেত্রে ওমানের ভূমিকার প্রশংসা করেন।

ওমানের সিডিএ বলেন, ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান হিসেবে তিনি এ দেশকে আগেও দেখেছেন। গত ১০ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক বদলে গেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অনন্য অসাধারণ মহানুভবতার তিনি প্রশংসা করেন।

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহত চুক্তি সইয়ের প্রক্রিয়ার অগ্রগতির প্রশংসা করেন ওমানের সিডিএ। তিনি জানান, ওই চুক্তি সই করার জন্য ওমান প্রস্তুত আছে। দুই দেশের সুবিধাজনক সময়ে চুক্তিটি সই করার জন্য এরই মধ্যে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪