বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অযোধ্যায় জানুয়ারিতে প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে সুপ্রিমকোর্টের দেয়া রায়ে বিতর্ক রয়েই গেছে। এর মধ্যেই করোনা মাথায় নিয়ে ধুমধাম করে রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে।

এবার প্রকাশ করা হলো প্রস্তাবিত মসজিদের ‘ব্লু-প্রিন্ট’। তাতে মসজিদের পাশাপাশি প্রস্তাবিত মাল্টি স্পেশালিটি হাসপাতালের নকশাও তুলে ধরা হয়েছে। আর একঝলকেই তা নজর কেড়েছে সবার। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।

অযোধ্যায় মসজিদ তৈরির দায়িত্বে থাকা দেশটির সুন্নি ওয়াকফ বোর্ড দ্বারা গঠিত ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) শনিবার মসজিদ চত্বরের নকশা প্রকাশ করে।

তাতে দেখা যায়, ঐতিহ্য মেনে মসজিদের মাথায় বিশালাকার গম্বুজ থাকলেও তা আদ্যোপান্ত পাশ্চাত্য স্থাপত্যের আদলে তৈরি করা হচ্ছে। মসজিদের মূল ভবনটিও আধুনিক স্থাপত্যেরই নিদর্শন। মসজিদ চত্বরে থাকছে পার্কিংয়ের ব্যবস্থাও।

গত বছর অযোধ্যা মামলার রায়ে সুপ্রিমকোর্ট অযোধ্যার ওই বিতর্কিত জায়গায় রামমন্দির নির্মাণে সায় দেয়ার পাশাপাশি মসজিদ নির্মাণের জন্য অন্যত্র পাঁচ একর জমির বন্দোবস্ত করতে নির্দেশ দেয়া হয়।

সেই হিসাবে কাজ এগোতে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে মহাসমারোহে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেলেও মসজিদ নির্মাণ নিয়ে তেমন সাড়াশব্দ শোনা যায়নি এতদিন।

প্রস্তাবিত হাসপাতালটির যে নকশা তুলে ধরা হয়েছে, শহরের ঝাঁ-চকচকে বিল্ডিংগুলো তার কাছে হার মানতে বাধ্য। মসজিদ প্রকল্পের দায়িত্বে থাকা মুখ্য আর্কিটেক্ট এসএম আখতার বলেন, এখানে হাসপাতালে ৩০০ বেডের ব্যবস্থা থাকবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের আনা হবে। মসজিদে একসঙ্গে অনেক মানুষ নামাজ পড়তে পারবেন।

গোটা মসজিদটি সৌরশক্তিচালিত হবে। মসজিদের ভেতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর ব্যবস্থা থাকবে। এ ছাড়া মসজিদের জন্য বরাদ্দ পাঁচ একর জমিতে কমিউনিটি কিচেন ও গ্রন্থাগার নির্মাণ করা হবে বলে জানান তিনি। দুস্থ মানুষকে সেখানে দুই বেলা খাওয়ার ব্যবস্থাও থাকবে।

আগামী বছরের ২৬ জানুয়ারি প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে জানিয়েছেন আখতার।

তিনি জানান, সাত দশক আগে ওই দিন ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। তাই ওই দিনটিকেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য বেছে নেয়া হয়েছে। হাসপাতাল তৈরির কাজ শুরু হবে দ্বিতীয় পর্যায়ে।  সূত্র : যুগান্তর

 

এ জাতীয় আরও খবর

সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ কোম্পানি

বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলন বয়কট করলেন সাংবাদিকরা

দলে ফিরলেন সাকিব-মুস্তাফিজ-সৌম্য

ভোট পড়েছে ৩০-৪০ শতাংশ : সিইসি

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো প্রথম ধাপের উপজেলা নির্বাচন

ইমরানের স্ত্রী বুশরাকে কারাগারে স্থানান্তরের নির্দেশ

মানসিক সমস্যায় ভুগছেন মিস ইউএস, ফিরিয়ে দিলেন সেরা সুন্দরীর মুকুট

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

এক্সপ্রেসওয়ে ও সড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা বেঁধে দিল সড়ক বিভাগ

ক্রলিং পেগ চালু, ডলারের দাম এক লাফে ১১৭ টাকা

ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ৯০, পানির নিচে শত শত শহর

ঐশ্বরিয়ার কানের জামা পরেই মেট গালায় মিন্ডি কালিং!