রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জর্জিয়ায় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি আবু নাসেরের বিজয়

news-image

অবশেষে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনের স্থগিত চূড়ান্ত ফলাফলে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবু নাসেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভুত মোহাম্মদ আবু নাসের তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিম স্নাইডারের চেয়ে ৪ ভোটের ব্যবধানে এগিয়ে থাকেন। প্রয়োজনীয় নথিপত্রের অভাবে ভোট মেশিনে ভোট দিতে না পারায় ৭ জন বাংলাদেশি ঐদিন নাসেরের পক্ষে ভোট প্রদান করলেও তা নাসেরের পক্ষে ভোটগুলো অন্তর্ভুক্ত না হওয়ায় ভেটো প্রদান করা হয়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত ফলাফল স্থগিত ঘোষণা করেন।

 

গতকাল সোমবার উক্ত চ্যালেঞ্জ ভোটগুলো পুনঃগণনা করা হলে সেখান থেকে আরো ৬টি ভোট নাসেরের ভোট বাক্সে এসে যায়। ফলে চূড়ান্তে ফলাফলে নাসের তার প্রতিদ্বন্দ্বি টিম স্নাইডারকে ১০ ভোটে হারিয়ে বিজয়ের মালা ছিনিয়ে আনতে সক্ষম হয়। আবু নাসেরের প্রাপ্ত ভোটের সংখ্যা ৪০০ এবং টিম স্নাইডার ৩৯০।


বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই নির্বাচন ক্যাম্পিং ম্যানেজার মাহবুবর রহমান ভূঁইয়া জানান, এ সংবাদ শোনার সাথে সাথে তিনি মোহাম্মদ আবু নাসেরকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে ষ্টাটাস দিলে সেখানে কয়েক মিনিটের মধ্যেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শত অভিনন্দন বার্তা পাওয়া যায়। এ ছাড়াও দলীয় এবং ব্যক্তিগতভাবে আবু নাসেরকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন তারা হলেন, জর্জিয়া বাংলাদেশ সমিতির সভাপতি সম্পাদক যথাক্রমে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি সম্পাদক মোহাম্মদ আলী হোসেন ও মাহমুদ রহমান, জর্জিয়া বিএনপি নেতা আবু নাসের মিলন, দেশি ডেমোক্রাটিক পার্টি ইনক সভাপতি খান মাসুদ ও সাধারণ সম্পাদক মামুন শরিফসহ আরও অনেকে।


ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনে আবু নাসের ছাড়াও অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মেয়র ডোনা পিটম্যান, প্রাপ্ত ভোট ৫৭৫, নিকটতম প্রতিদ্বন্দ্বি টি হার্ট প্রাপ্ত ভোট ২৬০। ডিস্ট্রিক্ট-১ কাউন্সিলর পি ফেলমিং প্রাপ্ত ভোট ৪০১ নিকটতম প্রতিদ্বন্দ্বি জুলি নিউম্যান প্রাপ্ত ভোট ৩৮১, এবং ডিস্ট্রিক্ট- ৩ এ বিনা প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছেন উইলিয়াম হিলার্ড।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪