রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে এটিএনে ইভা রহমানের ‘মন রাঙাবো গানে’, ব্রেকআপ স্টোরি

news-image

আসছে ঈদে কণ্ঠশিল্পী ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান প্রচার হবে এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠানমালায়। অনুষ্ঠানের নাম ‘মন রাঙাবো গানে’। শিল্পী ইভা রহমানের মনের শহর, মন আমার, মনের মতো তুমি, মন জোনাকী, মনে আল্পনা এঁকেছি, মন তরী, মনের না বলা কথা এবং মন ভেসে যায় অ্যালবামের বাছাইকৃত গান নিয়ে তৈরি হয়েছে এ অনুষ্ঠান। download (1)

অনুষ্ঠানের গানগুলো হলো উৎসবের দিন, তুমি পাশাপাশি চললে, মন আমার হারিয়েছে, থাকবো তোমারই পাশে, জীবনের পরে যদি, চলার পথে যেতে যেতে, ভালোলাগে কাশবনের, ধুম তা না না, কেনো ভালো বাসোনা, একটা কথাই, এতো কাছে আসতে নেই, ঝিকিমিকি ঝিকিমিকি, এই ছেলে, এই তুমি, এই মেঘলা দিনে এবং এক জীবনে। দেশে এবং দেশের বাইরের মনোরম স্থানগুলোতে চিত্রায়িত হয়েছে গানগুলো। অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৪০মিনিটে।

 

ব্রেকআপ স্টোরি
 

মাছরাঙা টেলিভিশনে ঈদের দিন দুপুর ১২টা ১০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘ব্রেকআপ স্টোরি’। 
নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও অপর্ণা প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে নীল এবং অধরার বন্ধুত্ব অনেকদিনের। অধরাকে খুব ভালোবাসে নীল। কথাটা প্রতিদিনই তাকে বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। একসময় তাদের প্রেম হয়ে যায়। পাগলের মতো অধরাকে ভালোবাসে নীল।
1442779293

সম্পর্কের তিন বছর পরেও তার প্রতিদিনের প্রতিটি বিষয় সে খেয়াল রাখে। এক পর্যায়ে অধরার কাছে এই ভালোবাসা বিরক্তিকর মনে হয়। ক্রমশ নীলকে তার অসহ্য লাগে। তার কাছ থেকে নীলকে চলে যেতে বাধ্য করে সে। কিছুদিন পরেই অধরা বুঝতে পারে তার চারপাশটা শুন্য লাগছে। নীলের ভালোবাসার কাছে আবার ফিরে যায় সে।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত