রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শরণার্থী সংকটের বৈশ্বিক সমাধান চায় জাতিসংঘ

news-image

আমিও আয়লান! তুরস্কে নৌকা ডুবে প্রাণ হারানো সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দিকে স্মরণ করে মরক্কোর সৈকতে ব্যতিক্রমী প্রতিবাদ -এএফপিআমিও আয়লান! তুরস্কে নৌকা ডুবে প্রাণ হারানো সিরীয় শরণার্থী শিশু আয়লান কুর্দিকে স্মরণ করে মরক্কোর সৈকতে ব্যতিক্রমী প্রতিবাদ -এএফপি
লাখ লাখ শরণার্থী এখন ইউরোপের দেশগুলোর দিকে তাকিয়ে। কেউ হেঁটে, কেউ বাসে, কেউ নৌকায়, কেউ বা ট্রেনে করে ইউরোপের দিকে ছুটছেন। ইতিমধ্যে অস্ট্রিয়া-হাঙ্গেরি হয়ে অন্তত ২০ হাজার শরণার্থী জার্মানিতে পাড়ি জমিয়েছেন। শেষপর্যন্ত কার আশ্রয়স্থল কোথায় হবে তা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে। জাতিসংঘ মনে করে, এ বিশাল সংকট মোকাবেলা করতে হলে বৈশ্বিক সমাধানেই আসতে হবে।
জাতিসংঘের অভিবাসী ও উন্নয়নবিষয়ক বিশেষ প্রতিনিধি পিটার সুদারলান্ড জেনেভায় সাংবাদিকদের বলেছেন, শরণার্থী সমস্যা সামাল দিতে বৈশ্বিক সাড়া প্রদানের অংশ হিসেবে ইউরোপের দেশগুলোকে অবশ্যই এগিয়ে আসতে হবে।
এএফপি জানায়, যুদ্ধবিধ্বস্ত কিংবা দারিদ্র্যতার কারণে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে মানুষ পালিয়ে অন্য জায়গায় আশ্রয় চাইছে। এসব হাজার হাজার অভিবাসীর অনেকের পুনর্বাসনের বিষয়ে কাজও করছে ইউরোপ।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র মেলিসা ফ্লেমিং মঙ্গলবার আল-জাজিরাকে জানান, ইউরোপ একটি সম্পদশালী মহাদেশ। শরণার্থীদের তারা পুনর্বাসন করতে পারবে।
তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর এ ব্যাপারে একটি পরিকল্পনা করা দরকার। যার অধীনে সব সদস্য রাষ্ট্রকে শরণার্থী গ্রহণে বাধ্য করতে হবে।
পরিকল্পনার অংশ হিসেবে গ্রিস, ইতালি ও হাঙ্গেরিতে অভিবাসন প্রত্যাশীদের জন্য অভ্যর্থনা কেন্দ্র খোলারও পরামর্শ দেন তিনি।
এদিকে গ্রিক আইল্যান্ডে মঙ্গলবার শরণার্থীদের চাপ ব্যাপক বেড়ে যায়। শরণার্থীর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড তুস্ক বলেছেন, এ সংকট আরও কয়েক বছর ধরে চলবে। তিনি বলেন, জার্মানি ইতিমধ্যেই বহু শরণার্থী সামাল দিতে শুরু করেছে। ইউরোপের অন্য দেশগুলোকেও এ সংকট সমাধানে স্বচ্ছভাবে অংশ নিতে হবে।
বছরে ৫ লাখ শরণার্থী নিতে সক্ষম জার্মানি : বছরে পাঁচ লাখ শরণার্থী আশ্রয় দিতে সক্ষম বলে জানিয়েছে ইউরোপের দেশ জার্মানি। কয়েক বছরের জন্য তারা এ ধারা অব্যাহত রাখতে পারবে। দেশটির ভাইস চ্যান্সেলর জিগমার গাবরিয়েলের বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এ তথ্য জানায়।
জিগমার গাবরিয়েল বলেন, আমি বিশ্বাস করি, আমরা নিশ্চিতভাবে আশ্রয়প্রার্থীদের মোকাবেলা করতে পারব। জার্মানি ধারণা করছে, ২০১৫ সালে প্রায় ৮ লাখ শরণার্থী প্রবেশ করবে। এ সংখ্যা ২০১৪ সালের সংখ্যার চেয়ে চারগুণ বেশি।
সন্দেহাতীতভাবে ইউরোপের দেশগুলোর অর্থনৈতিক ভিত্তি শক্ত উল্লেখ করে গাবরিয়েল বলেন, অন্য ইইউ দেশেরও শরণার্থীর এ বোঝা ভাগ করে নেয়া উচিত। কেননা যুদ্ধাবস্থা কিংবা দারিদ্র্যতার কারণে মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ অন্য দেশ থেকে মানুষ পালিয়ে আসছে। তিনি জানান, আমরা শুধু প্রতিবছর প্রায় ১০ লাখ লোক নিতেই পারব না, তাদের জার্মান সমাজে একীভূতও করতে পারব।
গ্রিসে পুলিশ ও অভিবাসী সংঘর্ষ : লেসবোস দ্বীপে সোমবার রাতে পুলিশ ও অভিবাসীদের মধ্যে নতুন করে সংঘর্ষ হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, পরিস্থিতি বিস্ফোরণোন্মুখ হয়ে উঠেছে। কোস্টগার্ড ও দাঙ্গা পুলিশ লাঠি নিয়ে লেসবোসে অবস্থানরত প্রায় ২ হাজার ৫০০ অভিবাসীকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। অভিবাসীরা এথেন্সগামী একটি সরকারি জাহাজে ওঠার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা তাদের পিছু হটার নির্দেশ দেয়।
সৈকতে ব্যতিক্রমী প্রতিবাদ : তুরস্কের সৈকতে মুখ থুবড়ে পড়ে থাকা ৩ বছরের সিরীয় শিশু আয়লান কুর্দির প্রতি সমবেদনা জ্ঞাপন করে তাকে স্মরণ করেছে মরক্কো ও ফিলিস্তিনের অধিবাসীরা। সোমবার মরক্কোর রাজধানী রাবাতের একটি সৈকতে লাল টি-শার্ট ও কেডস পরে অন্তত ৩০ জন আয়লানের মতো করেই ২০ মিনিট ধরে শুয়ে থাকে। ফিলিস্তিনে গাজা উপত্যকার সৈকতে বালু ভাস্কর্যের মাধ্যমে তুলে আনার চেষ্টা করা হয় তার মুখ থুবড়ে পড়ে থাকার দৃশ্য।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত