রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ভার্জিনিয়ায় সাংবাদিক খুনে অভিযুক্তের আত্মহত্যা

news-image

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লাইভ সম্প্রচারের সময় দুই সাংবাদিককে গুলি করে হত্যার অভিযুক্ত ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বুধবার (২৭ আগস্ট) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ভেস্টার লি ফ্ল্যানাগন নামে ওই ব্যক্তি নিজেও উব্লিউবিজে৭ টেলিভিশনে কর্মরত ছিলেন। সাংবাদিকদের গুলি করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টাকালে অভিযান চাল‍ায় পুলিশ।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের মনেটা শহরে গাড়ির পেছনে ধাওয়া করলে নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে ‘নিজেকে গুলি’ করার চেষ্টা করেন ভেস্টার।

পুলিশের মুখপাত্র জানান, ইন্টারস্টেট ৬৬ মহাসড়কে সন্দেহভাজন ওই ব্যক্তির গাড়ি দেখে পেছন পেছন ধাওয়া করে পুলিশ। এরমধ্যে গাড়িটি বিধ্বস্ত হয় যায়। পরে গাড়ি থেকে চালককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

এর আগে স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে মনেটার নিকটবর্তী একটি শপিং সেন্টারের সামনে লাইভ সম্প্রচারের সময় গুলিতে নিহত হন রিপোর্টার অ্যালিসন পার্কার ও ক্যামেরাম্যান অ্যাডাম ওয়ার্ড।

উব্লিউবিজে৭ টিভির জেনারেল ম্যানেজার জেফ মার্কস জানান, স্থানীয় চেম্বার অব কমার্সের এক পরিচালকের সাক্ষাৎকার নিচ্ছেলেন এই দুই সাংবাদিক। এসময় ওই বন্দুকধারী ছয় থেকে সাত রাউন্ড গুলি ছোড়ে। এতে তারা দুইজন ঘটনাস্থলেই মারা যান।

এদিকে এ ঘটনার কিছু পরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও ফুটেজ আপলোড করা হয়। এতে দেখা যায়, ওই নারী সাংবাদিক তার অতিথির সাক্ষাতকার নেওয়ার আগে বিভিন্ন কথাবার্তা বলে হাসাহাসি করছিলেন।

এর পরপরই কয়েক দফা গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শোনা যায় এবং সাংবাদিক লুটিয়ে পড়ে যান। এসময় ক্যামেরাটি নিচে পড়ে গেলেও তা চলছিল।

এতে দেখা যায়, কালো পোশাক পরা এক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে দ্রুতগতিতে ওই এলাকা ত্যাগ করে চলে যান।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪