শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নামাজ ভঙ্গের কারন ও নামাজের ফরজ ওয়াজিব

news-image

নামাজ বা সালাত হল ইসলাম ধর্মের প্রধান উপাসনাকর্ম। প্রতিদিন ৫ ওয়াক্ত (নির্দিষ্ট নামাযের নির্দিষ্ট সময়) নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক বা ফরজ। নামায ইসলামের পঞ্চস্তম্ভের একটি। শাহাদাহ্ বা বিশ্বাসের পর নামাযই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ।
নামাযের ফরজ সমুহ:-
নামায শুরুর পূর্বে:-
শরীর পাক
কাপড় পাক
নামাযের স্থান পাক
সতর আবৃত করা
কেবলামুখী হয়ে দাঁড়ানো
নিয়ত করা এবং
ওয়াক্ত মত নামায পড়া।
নামায শুরুর পর:-
তাকবীরে তাহরীমা বলে নামায শুরু করা
কেয়াম বা দাড়ানো
কেরাত পড়া
রুকু করা
সেজদা করা এবং
নামাযে শেষ বৈঠকে বসা এবং সালাম ফিরানো।
কোন ফরজ ছুটে গেলে নামাজ হবে না । পুনরায় নামায আদায় করতে হবে ।
নামাযে ওয়াজিব
নিম্নে নামাযের ওয়াজিব সমুহ বর্ননা করা হলো। ওয়াজিব সমুহ হলো:
সুরা ফাতিহা পুরা পড়া(আলহামদুশরীফ)
ফাতিহার সাথে অন্য সুরা মিলানো
রুকু সেজদায় দেরী করা।
রুকু হতে সোজা হয়ে খাড়া দাড়ানো
দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা
দর্মিয়ানী বৈঠক ( ২রাকাত নামায হলে এক বৈঠক, ৩ রাকাত নামায হলে ২ বার বৈধক এবং ৪ রাকাত নামায হলে ২ বার বৈধক করা)
বৈঠকে আত্তাহিয়াতু পড়া।
ইমামের জন্য ক্বিরাত আস্তে পড়া( যহুর ও আছর নামায) এবং জোড়ে পড়া(ফজর, মাগরিব, ইশা)
বিতরের নামাযে দোয়া কুনুত পড়া।
দুই ঈদের নামাযে অতিরিক্ত তাকবির বলা।
প্রত্যেক ফরয নামাজের প্রথম ২ রাকাতকে ক্বিরাতের জন্য ঠিক করা।
প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতীব ঠিক রাখা।
প্রত্যেক রাকাতের ওয়জিবগুলির তারতীব ঠিক রাখা।
আসসালামু আলাইকুম বলে নামায শেষ করা ।
ওয়াজিব ছুটে গেলে সিজদা সাহু দিতে হবে । না হলে নামাজ শুদ্ধ হবে না ।
পড়ুন সিজদা সাহুর নিয়ম :-
নামাজ ভঙ্গের কারন সমূহ হল –
নামাজে কিরাত ভূল পড়া ।
নামাজের ভিতর কথা বলা
কোন লোককে সালাম দেওয়া
সালামের উত্তর দেওয়া
ঊহ-আহ শব্দ করা
ইচ্ছা করে কাশি দেওয়া
আমলে কাছীড় করা যেমন- মোবাইল বন্ধ করা বা দীর্ঘ সময় নিয়ে শরীর চুলকানো, ইত্যাদি, তবে এক হাত দিয়ে মোবাইল সাইলেন্ট করা যাবে
বিপদে অথবা বেদনায় শব্দ করে কাঁদা
তিন তাছবীহ পড়ার সময় পরিমাণ সময় ছতর খূলে থাকা
মূকতাদী ছাড়া অন্য কারো থেকে নামাজ সম্পর্কিত কোন শব্দ গ্রহণ করা
নাপাক জায়গায় সিজদাহ করা
কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া
নামাজে কুরআন শরীফ দেখে পড়া
নামাজে শব্দ করে হাসা
হাঁচির উত্তর দেওয়া
নামাজে খাওয়া অথবা পান করা
ইমামের আগে দাঁড়ানো
আল্লাহ আমাদের পাঁচ ওয়াক্ত নামায জামাতের সাথে আদায়ের তৌফিক দিন । আমিন ।

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ