শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিফার প্রেসিডেন্ট হতে ইচ্ছুক দক্ষিণ কোরিয়ার চাং মং

news-image

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার চাং মং জন। হুন্দাই শিল্পগ্রুপের অন্যতম অংশীদার চাং ফিফার গভর্নিংবডির সাবেক সহ-সভাপতি। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তথ্য মতে, ৬৩ বছর বয়সী চাং ১২০ কোটি মার্কিন ডলারের সম্পত্তির মালিক। এশিয়ার ফুটবল জগতেরও অন্যতম পরিচিত মুখ তিনি।
বৃহস্পতিবার ফিফার সভাপতি লড়ার অনানুষ্ঠানিক এ ঘোষণা দেন চাং। এ সময় নির্বাচিত হলে তার কাজ কী হবে সে বিষয়েও খানিকটা ইঙ্গিত দেন এ ধনকুবের। চাং বলেন, 'নির্বাচিত হলে ফিফার শান-শওকত উপভোগ নয়; বরং ফিফায় পরিবর্তন আনাই হবে আমার আসল কাজ।' এর আগে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি ফিফার সভাপিত পদে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন। এরইমধ্যে তাকে সমর্থন জানিয়েছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়শেন। তবে ফিফার সভাপতি পদের জন্য 'প্লাতিনি যোগ্য ব্যক্তি নন' মন্তব্য করে চাং বলেন, 'প্লাতিনি ফিফায় ভাল পরিবর্তন আনতে পারবেন না। তিনি ফিফার বর্তমান কাঠামো থেকেই প্রাতিষ্ঠানিক সমর্থন পান। প্লাতিনি ফিফার বর্তমান কাঠামোর এক পণ্য ছাড়া আর কিছুই নন।'
২০১০ সালের ফিফার সহ-সভাপতি হওয়ার দৌড়ে জর্ডানের প্রিন্স আলি বিন আল হুসেইনের কাছে হেরে যান চাং মং জন। তবে এবারের নির্বাচনকে তিনি 'একটি ভাল সুযোগ হিসেবে' দেখছেন। চাং বলেন, 'একজন অ-ইউরোপীয় ব্যক্তির হাতে ফিফার নেতৃত্ব তুলে দেওয়ার এটাই সময়। ব্ল্যাটার ও তার সহযোগীদের কারণে ফিফা একটি 'আবদ্ধ' সংগঠনে রূপ নিয়েছে। আমি এটি চ্যালেঞ্জ করতে চাই।'
আগামী মাসে 'বিশ্ব ফুটবলের কেন্দ্রস্থল' ইউরোপে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিবেন জানিয়ে চাং বলেন, 'আমি ফিফার সভাপতি পদে দাঁড়াতে যাচ্ছি। তবে এটি (নির্বাচিত হওয়া) সহজ নয়। তাই বলে আমরা ফিফাকে এহেন দুরবস্থায় ফেলে রাখতে পারি না। মানুষ তো দুর্নীতির অংশ হতে চায় না। তারা সমাধানের অংশ হতে চায়।'
 
দুর্নীতির অভিযোগে তুলকালাম কাণ্ডের পর ফিফার ফিফার সভাপতি হিসেবে টানা পঞ্চম মেয়াদে নির্বাচিত হওয়ার চার দিনের মাথায় গত ৩ জুন পদত্যাগ করেন সেপ ব্ল্যাটার। ১৯৯৮ সাল থেকে ২০১৫ টানা ১৭ বছর ফিফা প্রধানের দায়ত্ব পালন করেন এ সুইজ নাগরিক।
ব্ল্যাটারের পদত্যাগে শূন্য এ পদে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি নির্বাচন হবে। ফিফার সভাপতি পদে নির্বাচনের জন্য চলতি বছরের ২৬ অক্টোবরের মধ্যেই নমিনেশন জমা দিতে হবে প্রার্থীদের। আর এ জন্য প্রয়োজন ফিফার ন্যূনতম পাঁচটি সদস্য রাষ্ট্রের সমর্থন। চাং এখনো সেই সমর্থন পাননি; কিন্তু নির্ধারীত সময়ের আগেই তিনি এ সমর্থন পাবেন বলে আশাবাদী। সূত্র: দ্য গার্ডিয়ান ও বিবিসি

 

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ