রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শেফার্ডের ব্যাটে আইপিএল ইতিহাসের সেরা স্ট্রাইক রেট

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান আইপিএলে একচ্ছত্র আধিপত্য ক্যারিবিয়ান ব্যাটারদের। বলা যায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররাই মাতাচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এমনই তাণ্ডব চালালেন পোলার্ড-রাসেলদের উত্তরসূরি রোমারিও শেফার্ড। তার এক ওভারেই ম্যাচ জিতে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

ঘরের মাঠে প্রথমে ব্যাট করে ২৩৪ রান করল মুম্বাই ইন্ডিয়ান্স। রানে ফিরলেন রোহিত শর্মা ও ইশান কিষান। শেষ দিকে দ্রুত রান করলেন টিম ডেভিড ও রোমারিও শেফার্ড। ম্যাচে ১৯ ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্সের রান ছিল ৫ উইকেটে ২০২। ১৯ ওভার শেষে দিল্লির রানও ছিল ৫ উইকেটে ২০১। বাকি ১ ওভারে শেফার্ড মুম্বাইকে এনে দেন ৩২ রান। একই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিল্লি তুলেছে মাত্র ৪ রান। আর এখানেই জিতে গেছে মুম্বাই। ২৩৫ রানের লক্ষ্য দিয়ে দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরলো হার্দিক পান্ডিয়ার দল। এবারের আসরে পাঁচ ম্যাচে দিল্লির চতুর্থ হার এটি। আর চতুর্থ ম্যাচে এসে প্রথম জয় মুম্বাইয়ের।

দিল্লির উপর এমন তাণ্ডবলীলা চালিয়ে দুর্দান্ত এক রেকর্ডও নিজের করে নিয়েছেন শেফার্ড। ১০ বলে ৪ ছক্কা ও তিন বাউন্ডারিতে ৩৯ রান হাঁকিয়ে আইপিএলের ইতিহাসের সেরা স্ট্রাইক রেট এখন ক্যারিবিয়ান এই ব্যাটারের। কমপক্ষে ১০ বল খেলা এমন ব্যাটারদের মধ্যে শেফার্ডের স্ট্রাইক রেট ৩৯০.০০। শেষ পর্যন্ত এই পারফরম্যান্সই তাকে এনে দেয় ম্যাচসেরার স্বীকৃতি। দলও পায় মৌসুমের প্রথম জয়।

৩৭৩.৩৩ স্ট্রাইক রেট নিয়ে শেফার্ডের পরেই আছেন প্যাট কামিন্স (১৫ বলে করেছিলেন ৫৬)। তালিকায় পরের অবস্থানে আছেন প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্স। ১১ বলে ৪১ রান করে তার স্ট্রাইক রেট ৩৭২.৭২।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪