রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে পিটিয়ে হত্যা: দুই নারীসহ ১৭ জনের যাবজ্জীবন

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জমি নিয়ে বিরোধের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর গ্রামের সালেহ মোহাম্মদকে পিটিয়ে হত্যার দায়ে দুই নারীসহ ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মামলার অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া দুই আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করা করেছেন।

বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস আলী এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জয়পুরহাট পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর চকপাড়া গ্রামের হাদিউজ্জামান প্রামাণিক, আরিফুল প্রামাণিক, আবু নাছের প্রামাণিক, শাহজাহান আলী, মোহাম্মদ আলী প্রামাণিক ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী প্রামাণিক, জহির প্রামাণিক, শামছুল আলম প্রামাণিক, সায়েম উদ্দিন প্রামাণিক, ওবাইদুল প্রামাণিক, সইম প্রামাণিক, রহিম প্রামাণিক, আবু বক্কর প্রামাণিক, বানু বেগম ও সাহেরা বেগম। পলাতক দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- আশরাফ আলী প্রামাণিক ও আবু সাঈদ প্রামাণিক।

পানি খেতে চাইলে আসামিরা মরিচের গুঁড়া মিশিয়ে সেই পানি জোর করে পান করান। এতে ঘটনাস্থলেই সালেহ মোহাম্মদ মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই আজিজুল ইসলাম প্রামাণিক বাদী হয়ে থানায় মামলা করেন। পাঁচবিবি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মমিনুল হক মামলাটি তদন্ত করে ওই বছরের ২৪ জুন ২২ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারে সাক্ষ্য ও প্রমাণ শেষে আদালত এ রায় দেন।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪