শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

news-image

বেনাপোল প্রতিনিধি : খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারি ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এতে বেনাপোল বন্দরে কর্মচাঞ্চলতা ফিরে এসেছে। শুরু হয়েছে বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের কার্গো বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রাকিব সমকালকে বলেন, বড়দিন উদযাপন শেষ হওয়ায় আজ সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, আজ সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৯০ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে এবং ৬৭ ট্রাক টণ্য আমদানি হয়েছে। বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও চলছে।