শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে তোপের মুখে শামীম ওসমান

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়লেন আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম। আজ বৃহস্পতিবার এ ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে।

ভিডিওতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের রাস্তায় কালো রঙের একটি গাড়ি থেকে নামছেন শামীম ওসমান। এ সময় তাকে দেখে কয়েকজন বাংলাদেশি ‘ভুয়া’, ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন। এ ছাড়া তাদের মুখে ‘শামীম ওসমান ভুয়া’, ‘ভোট চোর’, ‘হাসিনা ভোট চোর’, ‘শেখ হাসিনা ভোট চোর’, ‘শামীম ওসমান ভোট চোর’, ‘বোরকা শামীম’ প্রভৃতি স্লোগান শোনা যায়।

পরে গাড়ি থেকে নেমে স্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলেন শামীম ওসমান। এসময় স্লোগান দেওয়া ব্যক্তিদের সঙ্গে শামীম ওসমান ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

স্লোগান দেওয়া এক ব্যক্তিতে শামীম ওসমান বলেন, ‘মনে রাইখ, আমার নাম শামীম ওসমান।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওইটা জানি, আপনারে চিনি।’

এরপর আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘তুমি আমেরিকায় থেকে মনে কইরো না আমেরিকার সব তোমার। তুমি আমেরিকা যখন চিনো না, তোমার ফোর্স যে পর্যন্ত নাই, তার চেয়ে হাজার গুণে ফোর্স কিন্তু আমার আছে।’ জবাবে ওই ব্যক্তি বলেন, ‘ওগুলো সব মানি, বিশ্বাস করি।’

এরপর শামীম ওসমানকে বারবার বলতে শোনা যায়, ‘কথা শেষ’। এরপরও ওই ব্যক্তি কথা বলতে থাকলে নারায়ণগঞ্জ-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘তুমি খুশি হইছ?’। জবাবে ওই ব্যক্তি বলেন, ‘জ্বি, খুশি হইছি।’ এরপর শামীম ওসমান বলেন, ‘তুমি খুশি হইছ, আমিও খুশি হইছি। আমি খুশি হইছি এই কারণে যে তোমার বাবা-মা তোমাকে প্রোপার শিক্ষা দেয় নাই।’

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪