রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীর আত্মহত্যা: ক্লাস-পরীক্ষার চাপ কমানোর দাবিতে উত্তাল শেকৃবি

news-image

শেকৃবি প্রতিনিধি : আবাসিক হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাড়িয়া রহমানের মৃত্যুতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ক্লাস-পরীক্ষার চাপ কমানোসহ সাত দফা দাবিতে আন্দোলন চলছে।

রোববার (২ এপ্রিল) এসব দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক, প্রক্টরসহ অন্যান্য শিক্ষকরা তাদের সঙ্গে কয়েক দফা কথা বললেও তারা অবস্থানে অনঢ় থাকেন। শিক্ষার্থীরা উপাচার্যকে নিচে নেমে তাদের সঙ্গে কথা বলার দাবি জানান। তবে উপাচার্য তাতে রাজি হননি। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের মধ্য থেকে প্রতিনিধি পাঠাতে বলা হয়। এভাবে দীর্ঘ অপেক্ষার পর দুপুর পোনে ২টায় একটি প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করতে যায়। দলটি পূর্বনির্ধারিত সাত দফা দাবি জানিয়ে উপাচার্যকে স্মারকলিপি দেয়। এ সময় উপাচার্য দাবিগুলো পর্যালোচনা করবেন বলে জানান।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো মাড়িয়ার আত্মহত্যার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেয়া, পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এককালীন অর্থ প্রদান, সেশনজট এবং রি-এড দূর করতে ক্যারিঅন ব্যবস্থা চালু, সিটি-কুইজ পরীক্ষ কমিয়ে এক সিটি ও এক ফাইনাল এবং এক্সাম উইক চালু, ব্যবহারিক খাতা লেখার পরিবর্তে ক্লাস নোট প্রদান, অসুস্থতার কারণে ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের নিয়ম শিথিল, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণ কেমন হওয়া উচিত তা নিয়ে সুস্পষ্ট আচরণবিধি ও নীতিমালা প্রণয়ন, বিশ্ববিদ্যালয়ে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিয়োগ।

স্মারকলিপি গ্রহণ করে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া বলেন, আমরা খুব দ্রুত দাবিগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য গত ২৪ মার্চ মাড়িয়া রহমান আবাসিক হলের ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শিক্ষার্থীদের অভিযোগ, অ্যাকাডেমিক ক্লাস-পরীক্ষার চাপ ও কিছু শিক্ষকের অমানবিক আচরণের বলি হয়েছেন মাড়িয়া। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, মানসিক সমস্যার কারণে মাড়িয়া আত্মহত্যা করেছেন। মাড়িয়ার মৃত্যুর পর থেকেই আন্দোলন করে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪