সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শামসুজ্জামানের মুক্তির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

news-image

জাবি সংবাদদাতা : সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তিসহ তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

তাদের অন্য দাবিগুলো হলো- প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস ও সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলা প্রত্যাহার এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।

এ সময় বক্তব্য রাখেন আন্দোলনে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, প্রত্নতত্ত্ব বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত দে, অর্থনীতি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী তাপসী দে প্রাপ্তি, ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার সভাপতি জহির ফয়সাল প্রমুখ।

এ সময় বক্তারা অনতিবিলম্বে শামসুজ্জামানের মুক্তির দাবি করেন।

এদিকে অবরোধ কর্মসূচি চলাকালে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ফলে মহাসড়কের উভয় পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধা ঘণ্টা পর যাত্রীদের দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে অবরোধ কর্মসূচি তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গত বুধবার ভোর ৪টার দিকে সিআইডির পরিচয়ে শামসুজ্জামানকে তার সাভারের বাসা থেকে তুলে নিয়ে যায় সিআইডি। ওই দিন রাতে রাজধানীর তেজগাঁও থানায় সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামের এক যুবলীগ নেতা বাদী হয়ে শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে