সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুরে বাসের আগাম টিকিট বিক্রি বন্ধ

news-image

রংপুর ব্যুরো : ঢাকায় আগামী ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে রংপুর থেকে ঢাকাগামী বাসের টিকিট বিক্রি ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। জেলার বাস কাউন্টারগুলো থেকে আগামী ৮, ৯ ও ১০ ডিসেম্বরের বাসের টিকিট বিক্রি হচ্ছে না। অনেক যাত্রীর জরুরি কাজে ঢাকা যাওয়ার প্রয়োজনে হলেও তারা টিকিট পাচ্ছেন না। আবার সহিংস পরিস্থিতির আশঙ্কায় অনেকেই টিকিট কাটছেন না।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর মহানগরীর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ডে কথা হয় অগ্রিম টিকিট কাটতে আসা রংপুর মহানগরীর কেরানিরহাটের বাসিন্দা আখতারুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ভাগনির চিকিৎসার জন্য আগামী ১০ ডিসেম্বর ঢাকায় যেতে হবে। এজন্য বাসের অগ্রিম টিকিট কাটতে এসেছি। কিন্তু এসে দেখি ৯ ও ১০ ডিসেম্বরের টিকিট বিক্রি বন্ধ রয়েছে।’

একই কথা জানালেন বাসের অগ্রিম টিকিট কাটতে আসা রংপুর মহানগরীর নীলকণ্ঠ এলাকার সুখী আক্তার। তিনি বলেন, ‘চিকিৎসার জন্য ৯ ডিসেম্বর ঢাকায় যাওয়ার কথা। কিন্তু ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ রয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় টিকিট না কেটেই ফিরে যাচ্ছি।’

রংপুর জেলা বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘১০ ডিসেম্বর ঢাকায় কী হবে, এ নিয়ে আমরা শঙ্কায় আছি। তাই তিন দিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস ৭-৮ ডিসেম্বরের টিকিট বিক্রি করছে এবং ৯ ও ১০ ডিসেম্বরের টিকিট বিক্রি পুরোপুরি বন্ধ রেখেছে।’

রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ বলেন, ৭ ও ৮ ডিসেম্বরের কিছু কিছু বাসের টিকিট বিক্রি হলেও ঢাকায় বিএনপির মহাসমাবেশ নিয়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় ৯ ও ১০ ডিসেম্বরের টিকিট বিক্রি পুরোপুরি বন্ধ রয়েছে।

রংপুর জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সম্পাদক আফতাবুজ্জামান রিপন বলেন, ‘ঢাকার টিকিট বিক্রি করা বা গাড়ি বন্ধ রাখার নির্দেশনা কেউ দেয়নি। সম্ভবত বাস মালিকরা নিজেরাই টিকিট বিক্রি বন্ধ রেখেছে।’

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে