শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সিনেমায় নাম লেখালেন নিশো; রাফীর ড্রিম প্রজেক্ট ‘সুড়ঙ্গ’ আসছে

news-image

অনলাইন ডেস্ক : প্রায় দুই দশকের শোবিজ ক্যারিয়ার। মডেলিং দিয়ে শুরু, নাটকে এসে আকাশ ছুঁলেন। লম্বা এ পথচলায় অনেক বারই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে হালের জনপ্রিয় ও খ্যাতনাম অভিনয়শিল্পী আফরান নিশোকে। সেটা হলো- সিনেমায় আসছেন কবে?

অনাগ্রহ কখনোই ছিল না নিশোর; শুধু সঠিক সময় ও সুযোগের অপেক্ষায় ছিলেন।

অবশেষে সে সুযোগ এলো। নিশো নাম লেখালেন সিনেমায়। নাম ‘সুড়ঙ্গ’। সফল ও তারকা নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় এতে নিশোর সঙ্গে থাকছেন তমা মির্জা। এটি যৌথভাবে প্রযোজনা করছে চরকি ও আলফা আই স্টুডিওজ।

নিশোর সিনেমায় নামার খবরটি গতকাল ছড়িয়ে পড়ে শোবিজপাড়ায়। সন্ধ্যার পর মুখ খেলেন অভিনেতা। জল্পনার অবসান ঘটিয়ে বলেন, ‘আমরা বিভিন্ন সেক্টরের কিছু মানুষ এক হয়েছি একটা ভালো কাজ করার জন্য। এর আগেও আমাদের মধ্যে বন্ধুত্ব ছিল, পরিচয় ছিল, তবে সবাই মিলে একসঙ্গে কোনো কাজ করা হয়নি।’

জানান, ‘সুড়ঙ্গ’ ছবিতে তিন প্রথমের সমন্বয় হচ্ছে। এটি তার এবং আলফা আই স্টুডিওজের প্রথম সিনেমা, আবার চরকির ক্ষেত্রে প্রথম যৌথ প্রযোজনা। ‘সুড়ঙ্গ’ নিয়ে আশাবাদী নিশো বলেন, ‘যখন স্ক্রিপ্ট, গল্প, শুটিং সবকিছু খুব ভালোভাবে হবে, তখন একটা ভালো কাজ আমরা দিতে পারব। মেধা ও একাগ্রতা দিয়ে চেষ্টা করলে সেটা বৃথা যাবে না।’

এ প্রসঙ্গে নির্মাতা রায়হান রাফী বলেন, এটি আরেকটি ড্রিম প্রজেক্ট। গল্পটা অনেক আগে ভেবেছিলাম। চরকিকে প্রথম থেকেই আমি বলেছি ‘সুড়ঙ্গ’ বড় পর্দার জন্যই বানাতে চাই। ধীরে ধীরে যুক্ত হলেন শাহরিয়ার শাকিল (আলফা আই কর্ণধার)। নিশো ভাইকে বছরখানেক আগে আমি গল্পটা শুনিয়েছিলাম। উনি শুনে পছন্দ করেন। সেই সাথে যুক্ত হলেন তমা মির্জা। কাজটা নিয়ে এখন আমরা শেষ মুহূর্তের পরিকল্পনা করছি, খুব শিগগির শুটিং শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪