রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে স্বামীকে হাত-পা বেঁধে স্ত্রীকে গলা কেটে হত্যা

news-image

বরিশাল প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ডাকাতরা গৃহকর্ত্রীকে গলা কেটে হত্যা ও গৃহকর্তাকে কুপিয়ে জখম করে টাকা-স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ উঠেছে।

পরিবারের লোকজন ঘটনাটিকে ‘ডাকাতি’ বললেও পুলিশের ধারণা, ‘পরিকল্পিতভাবে’ হত্যা করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার গৃহবধূ মারুফা বেগম (৩০) রাকুদিয়া গ্রামের বাসিন্দা রড সিমেন্টের ব্যবসায়ী ও উপ‌জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মিলন খানের স্ত্রী।

এ ঘটনায় নিহতের স্বামী মিলন খান (৪১) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। মারুফা ৮ ও ৪ বছর বয়সী দুই ছেলের জননী।

মিলনের বড় ভাই সবুজ খান সাংবাদিকদের বলেন, রাত দেড়টার দিকে বাসার কলাপসিবল গেট ভেঙে ডাকাত দল প্রবেশ করে।

বাসায় থাকা নগদ আড়াই লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুট করার সময় মারুফা ডাকাতদের বাধা দেয়। এ সময় ডাকাতরা গলা কেটে তাকে হত্যা করে। স্ত্রীকে রক্ষা করতে মিলন এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

তিনি বলেন, বিষয়টি টের পেয়ে গিয়ে দেখতে পান- মিলনের স্ত্রী মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর ভাইয়ের মুখমণ্ডল কাপড় দিয়ে এবং হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বাঁধা রয়েছে।

এটা ডাকাতি না হত্যাকাণ্ড জানতে চাইলে সবুজ বলেন, এটা তো ডাকাতিই মনে হচ্ছে। সবকিছু ভাইঙা, চুইরা নিয়া গেছে তারা।

তবে গৃহবধূ মারুফাকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করা হয়েছে বলে ধারণা ওসি মাহাবুবুর রহমানের।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন মিলনও পুলিশের নজরদারিতে রয়েছেন।

দেহেরগতি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান জানান, ঘটনার পরপরই ওই ঘরের কলাপসিবল গেট ও যে কক্ষে ঘটনা তার দরজা খোলা পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না কি কারণে এই ঘটনা ঘটলো।

তিনি জানান, আহত মিলন বাবুগঞ্জের ইট-সিমেন্টের ব্যবসায়ী। তার স্ত্রী গৃহবধূ।

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ ছিল; সেই জেরেও এ ঘটনা ঘটতে পারে। তাদের তদন্ত চলছে।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪