রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার টি-টেন ক্রিকেট শ্রীলঙ্কায়

news-image

ক্রীড়া ডেস্ক : ক্রিকেটের দ্রুততম সংস্করণ টি-টেন পাখা মেলতে শুরু করেছে। এর অংশ হিসেবে শ্রীলঙ্কায় যাত্রা শুরু করল এটি। এই টুর্নামেন্টের নাম দেওয়া লঙ্কা টি-টেন লিগ। আশা করা হচ্ছে, অভিনব ঘরানার ক্রিকেটের মাধ্যমে এটি বিপুল পরিমাণ দর্শকের আগ্রহের জায়গা দখল করবে।

শ্রীলঙ্কা ক্রিকেটের সম্মানিত প্রেসিডেন্ট জনাব শাম্মি সিলভা ও সেক্রেটারি জনাব মোহন ডি সিলভা দেশটিতে টি-টেনের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এছাড়া টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান শাজি উল মুল্ক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) রাজীব খান্না এই আনন্দঘন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন।

নিজের বক্তব্যে জনাব শাম্মি সিলভা বলেছেন, ‘ক্রিকেটের দ্রুততম সংস্করণের এই টুর্নামেন্ট নিশ্চিতভাবেই আমাদের ক্রিকেট সূচিতে দারুণ একটি সংযোজন। খেলাটির অগ্রযাত্রায় অংশ নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যা বৈশ্বিক ক্রীড়াঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে নিত্যনতুন বৈচিত্র্য নিয়ে আসে। টি-টেন গ্লোবাল স্পোর্টসকে তাদের এই সবশেষ পদক্ষেপের জন্য আমি সাধুবাদ জানাই।’

এসময় মোহন ডি সিলভা বলেন, ‘লঙ্কা টি-টেন লিগ শুরুর ঘোষণা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র সংস্করণ। আমার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে এই টুর্নামেন্ট দর্শকদের দেবে পূর্ণাঙ্গ বিনোদন এবং খেলোয়াড়দের মধ্যে তৈরি করবে মানসম্পন্ন প্রতিযোগিতা। পাশাপাশি স্টেকহোল্ডাররাও মূল্যবান প্রচারণা পাবেন’

 

বিশ্বব্যাপী চলমান অন্যান্য লিগের মতো টি-টেন লিগেও আন্তর্জাতিক ক্রিকেটের বড় তারকাদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। পাশাপাশি দ্বীপ দেশটির অনেক প্রতিভাবান খেলোয়াড়ের ওপর সবার নজর পড়বে।

টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান শাজি উল মুল্ক বলেছেন, ‘লঙ্কা টি-টেন লিগের মাধ্যমে শ্রীলঙ্কায় ক্রিকেটের দ্রুততম সংস্করণের প্রতিযোগিতা শুরু করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি একটি মাইলফলকও বটে। প্রথমবারের মতো আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশ এই সংস্করণের খেলা শুরু করছে। ২০১৭ সালে যাত্রা শুরুর সময় থেকেই টি-টেনকে সর্বাত্মক সহযোগিতা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সামনের দিনগুলোতে এ সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদী আমরা।’

আবু ধাবি টি-টেন লিগের মাধ্যমে টি-টেন এখন বৈশ্বিক ক্রিকেট সূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্র থেকে নতুন দুইটি ফ্র‍্যাঞ্চাইজির অংশগ্রহণে মোট ৮ দল নিয়ে শুরু হচ্ছে আবু ধাবি টি-টেন লিগের ষষ্ঠ আসর।

 

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪