শুক্রবার, ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

হিজাববিরোধী আন্দোলনে সমর্থন, নিজের চুল কেটে ফেললেন উর্বশী

news-image

অনলাইন ডেস্ক : হিজাব বিতর্কে সারা পৃথিবী জুড়ে চলছে নারীদের আন্দোলন। চুল কেটে প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবার সেই প্রতিবাদে শামিল অভিনেত্রী উর্বশী রাউতেলা। রবিবার নিজের চুল কেটে হিজাব বিতর্কে মুখ খুললেন অভিনেত্রী। ইরানের নারীদের পাশে দাঁড়ালেন উর্বশী। সোশাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেছেন উর্বশী রাউতেলা। সেখানে দেখা যাচ্ছে নীল রঙের সাবেকি পোশাক পরেছেন অভিনেত্রী। কোনো অভিজাত পার্লারে নয়, এক নাপিতের কাছে চুল কাটাচ্ছেন। নায়িকার প্রশংসায় পঞ্চমুখ সোশঅল মিডিয়া, অনেকেই জানিয়েছেন তারা উর্বশীর এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছেন।

দুটি ছবি পোস্ট করে উর্বশী লিখেছেন, ‘চুল কেটে ফেললাম। মাশা আমিনিকে অনৈতিকভাবে গ্রেপ্তার করা ও তারপর তার মৃত্যুর প্রতিবাদে যে নারীরা মৃত্যুবরণ করলেন তাদের সাপোর্ট করতেই আমি নিজের চুল কেটে ফেললাম। তবে শুধুমাত্র মাশা আমিনির জন্যই নয়, উত্তরাখণ্ডের ১৯ বছর বয়সী অঙ্কিতা ভাণ্ডারির জন্যও। সারা বিশ্ব জুড়ে নারীরা ঐক্যবদ্ধ হয়েছে ইরানি সরকারের বিরুদ্ধে, প্রতিবাদে নিজেদের চুল কাটছেন তারা। তাদের শ্রদ্ধা। নারী বিদ্রোহের বিশ্বব্যাপী প্রতীক এটি। চুলকে নারীদের সৌন্দর্যের প্রতীক হিসাবে গন্য করা হয়। চুল কেটে নারীরা প্রমাণ করে দিচ্ছেন, সমাজ যে সৌন্দর্যের সংজ্ঞা তৈরি করেছে, তা মানেন না তারা। তারা কি পরবে, কিভাবে সাজবে, কিভাবে বাঁচবে তা কেউ ধার্য করতে পারে না। যখন নারীরা একত্রিত হয়ে মনে করে, একজন নারীর সমস্যা সারা পৃথিবীর নারীর সমস্যা, তখন নারীবাদ নতুন প্রাণশক্তি খুঁজে পায়।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে মাশা আমিনি নামের এক তরুণীকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ। তার বিরুদ্ধে নীতি পুলিশের অভিযোগ ছিল যে, তিনি ঠিকভাবে হিজাব পরেননি। যাদের কাজ নারীদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী পোশাক-আচরণ নিশ্চিত করা। গ্রেপ্তার করে মাশাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। তার জেরেই তিন দিন পর হাসপাতালে তার মৃত্যু হয়। মাশার মৃত্যুর প্রতিবাদে ইরানের রাস্তায় নামেন নারীরা। সেই আন্দোলন থামাতে ফের নিপীড়ন চালায় পুলিশ। প্রতিবাদ দেশের গণ্ডি ছাড়িয়ে আগুনের মতো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সেই প্রতিবাদেই শামিল বলিউডের অভিনেত্রী প্রাক্তন মিস ইন্ডিয়া উর্বশী। প্রায় সাড়ে ৩ লাখ নেটিজেন তার পোস্টটি লাইক করেছেন। কমেন্ট বক্সে অনেকেই পাশে দাঁড়িয়েছেন নায়িকার। সমর্থনে এগিয়ে এসেছে সোশাল মিডিয়া। সূত্র : পিঙ্কভিলা

 

এ জাতীয় আরও খবর

সরকার পরিবর্তনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই : মির্জা ফখরুল

‘বিদেশি ঋণ পরিশোধের অবস্থায় নেই সরকার’

ছোট ভাই শাহাদাতকে ‘কুলাঙ্গার’ বললেন মেয়র কাদের মির্জা

ঋণের সুদ দিতে গিয়ে হিসাব মেলানো কঠিন হচ্ছে, গভর্নরকে জানালেন ব্যবসায়ীরা

তাপপ্রবাহ বাড়ছে, হিট স্ট্রোকে ৩ জনের মৃত্যু

কোপা আমেরিকায় শাকিরার গান ‘পুন্তেরিয়া’

এক অভিযানেই ইসরায়েলের ১২ সেনা নিহত: হামাস

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

সৌদি পৌঁছেছেন ২১ হাজার হজযাত্রী

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে : আহসান হাবিব

বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার

শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা : এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ