রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকার যেকোনোভাবে টিকে থাকতে চায় : নজরুল ইসলাম

news-image

নিজস্ব প্রতিবেদক : যেকোনোভাবেই হোক বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এ জন্য হেন কিছু নাই যে তারা করছে না। তাদের মূল উদ্দেশ্য সরকারে থেকে জনগণকে লুটেপুটে খাওয়া বলে আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির (জোন-৪) লালবাগ চকবাজার কামরাঙ্গীরচর থানার উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় লালবাগ শ্মশান ঘাটে এক সমাবেশে নজরুল ইসলাম এসব কথা বলেন। প্রায় এক হাজার নেতা-কর্মীর শান্তিপূর্ণ উপস্থিতিতে বক্তারা নজিরবিহীন লোডশেডিং, জ্বালানি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং গণপরিবহন ভাড়া বৃদ্ধির তীব্র সমালোচনা করেন। এসবের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত নুরে আলম, আব্দুর রহিম, শাওনের মৃত্যু নিয়ে ক্ষোভ জানিয়ে উপস্থিত নেতা-কর্মীদের আঘাত আসলে পাল্টা আঘাতের জন্য প্রস্তুত থাকতে বলেন কেন্দ্রীয় নেতারা।

নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিলাম গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র কি আছে? ভোট দেওয়ার কোনো সুযোগ আছে? আমরা যুদ্ধ করেছিলাম যাতে দেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে, কিন্তু যেখানে প্রতিদিন খাদ্যদ্রব্যের দাম বাড়ে, প্রতিনিয়ত পরিবহনের ভাড়া বাড়ে, চিকিৎসার খরচ বাড়ে এ রকম একটা দেশের জন্য আমরা যুদ্ধ করিনি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মানুষ কষ্টে আছে, তারা কষ্টের কথা বলছে। আর তার সমাধান না করে যে সরকার মানুষের বুকে গুলি চালায় সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। সেই সরকারকে আমরা মানি না, ওই সরকার জনগণ সরকার নয়। এই সরকারের পরিবর্তে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের কাজ। আর যদি সেটা করতে পারি তাহলেই শুধু মানুষের কষ্ট দূর হবে। তাহলে মানুষের গুম খুন বন্ধ হবে।’

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা বলিনি, আপনারা পরিত্যাগ করেন, আমরা ক্ষমতায় বসব। আমরা বলেছি, আপনি পদত্যাগ করেন, অবৈধ সংসদ বাতিল করুন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করুন। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দেন। জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে।’

নজরুল বলেন, ‘এই অবৈধ, ফ্যাসিবাদী, অত্যাচারী, হত্যাকারী সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি এবং বিরোধী দল কেউ নির্বাচনে যাবে না। সে দাবি আদায়ের জন্য বিএনপি আন্দোলন করছে এবং বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করছে। আমরা এই সরকারের বিদায় চাই। নির্বাচনকালীন নিরপেক্ষ একটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। সেই নির্বাচনে বিজয় হয়ে জনগণের সরকার কায়েম করতে চাই।’

সমাবেশে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, রফিকুল আলম মজনু ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু, যোগ দিয়েছে নৌবাহিনী

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!

যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী

৯টা ১০ মিনিটের ট্রেনের অপেক্ষায় স্টেশনে ক্লান্ত, পরিশ্রান্ত যাত্রীরা

বিএনপির আরও ৬১ নেতাকে বহিষ্কার

মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি

গণমাধ্যমকর্মী আইন নিয়ে নতুন করে কাজ চলছে: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকে ঢুকতে সাংবাদিকদের বাধা ব্যাংক লোপাটকারীদেরই উৎসাহিত করবে: নোয়াব সভাপতি

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও ফিলিস্তিনপন্থিদের আন্দোলন শুরু

আইপিএলে প্লে অফের দৌড়ে এগিয়ে কারা?

মুন্সিগঞ্জে সড়কে এক পরিবারের ৩ জন নিহত