সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্রের পানি কমলেও ভাঙছে, বাড়লেও ভাঙছে

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : আবারও ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধির ফলে তীব্র ভাঙনের মুখে পড়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র ও ধরলা অববাহিকার শত শত পরিবার। গত এক মাসে ওই ইউনিয়নের মুসুল্লিপাড়া, সরকার পাড়া, ব্যাপারী পাড়া, রাসুলপুর ও মোল্লারহাট এলাকার তিন শতাধিক বাড়ি-ঘর নদীতে বিলীন হয়েছে। এখনও ভাঙন অব্যাহত আছে।

দেখা গেছে, যে যার মতো নিজেদের বাড়ি ঘর নিরাপদ আশ্রয়ে নিতে পরিবারের সবাই মিলে ব্যস্ত সময় পার করছেন। এমন অবস্থায় নির্ঘুম রাত কাটছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের।

২০ বছর ধরে বেগমগঞ্জ ইউনিয়নের মুসুল্লিপাড়া জামে মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা ইব্রাহিম খলিল (৬০) বলেন, তীব্র ভাঙনের কারণে মসজিদটি সরিয়ে নেওয়া হয়েছে। তারপরেও কংক্রিটের সিঁড়ি নদীতে চলে গেছে। মসজিদের পাশাপাশি অনেক পরিবারও নিঃস্ব হয়ে গেছে।

বেগমগঞ্জ ইউনিয়নের মুসুল্লিপাড়া এলাকার সাদ্দাম হোসেন বলেন, ব্রহ্মপুত্রের পানি কমলেও ভাঙছে, বাড়লেও ভাঙছে। পানি উন্নয়ন বোর্ড মোল্লারহাটের কড্ডার মোড়ে কিছু কাজ করছে। আর যদি ৫০০ মিটার এলাকাজুড়ে কাজ করত তাহলে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হতো না।

বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান বাবলু মিয়া বলেন, আমার ইউনিয়নের তিন ভাগের দুই ভাগ ধরলা ও ব্রহ্মপুত্র নদে চলে গেছে। পানি বৃদ্ধির ফলে আবাদি ফসলও পানিতে তলিয়ে আছে।

এ বিষয় কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

 

এ জাতীয় আরও খবর

কারাগার থেকে বেরিয়ে মামুনুল হকের জ্বালাময়ী বক্তব্য

রসালো লেবু চেনার উপায়

আমদানির খবরে কেজিতে ১০ টাকা কমল পেঁয়াজের দাম

ঝড়ে কাকরাইলে ভেঙে পড়েছে গাছ, মোহাম্মদপুরে দেয়াল ধস

বিদ্যুৎ গেল কোথায়, আমার এলাকাতেই ৫ ঘণ্টা থাকে না : সংসদে চুন্নু

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ পর্ষদের পদত্যাগ

বড় জয়ে সিরিজে আরও এগিয়ে গেল বাংলাদেশ

রাজধানীতে মৌসুমের প্রথম শিলাবৃষ্টি

তাপপ্রবাহে পুড়ছে ফসল, ধুঁকছে প্রাণিকুল

১৪ দিনে হিটস্ট্রোকে ১৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মৃত ব্যক্তি বা শিশুদের ভোট দেওয়ার বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা: স্থানীয় সরকারমন্ত্রী

গাড়িতে অননুমোদিত স্টিকার: দুই সপ্তাহে ৩ হাজার মামলা, ২ হাজার ডাম্পিংয়ে