রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ সাকিবের, দুশ্চিন্তায় ভক্তরা

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সিরিজে আরব আমিরাতে বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজে নেই সাকিব আলা হাসান। কারণ এ মুহূর্তে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে ব্যস্ত সময় পার করছেন তিনি।

কিন্তু এবারের সিপিএলে সাকিবের ব্যাট ছুঁয়ে একটি রানও আসেনি এখন পর্যন্ত। পর পর দুই ম্যাচে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন তিনি। ট্রাইন্যাশন সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সাকিবের ব্যাটিংয়ে এমন হাল দুশ্চিন্তায় ফেলেছে বাংলাদেশকে।

কেননা এশিয়া কাপেও উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি সাকিব। বিশ্বকাপের আগে ব্যাট হাতে সাকিব ফর্মে ফিরবেন কিনা সেই ভাবনা আসতেই পারে ভক্ত-অনুরাগী ও ক্রিকেটসংশ্লিষ্টদের মাঝে।

শুক্রবার ভোরে সেন্ট লুসিয়া কিংসকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় জয় তুলে নিয়েছে সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তবে এ ম্যাচেও ‘গোল্ডেন ডাক’ মেরেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।

কিংসের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় দুর্দান্ত শুরু করে গায়ানা। আফগান তারকা রহমানুল্লাহ গুরবাজের ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংসে ওপেনিং জুটিতে ৭ ওভারেই ৮১ রান তোলে গায়ানা।

এর পর টানা দুই ওভারে ৩ উইকেট হারায় দল। এর মধ্যে সাকিবের উইকেটটিও ছিল।

অষ্টম ওভারের প্রথম বলেই ২৯ রানে ব্যাট করা চন্দরপল হেমরাজকে সাজঘরে ফেরান চেজ। পরের ওভারের প্রথম বলেই দল হারায় অর্ধশতক হাঁকানো গুরবাজকে। আফগান ওপেনারের আউটের পর ব্যাট হাতে নামেন সাকিব। কিন্তু ঠিক আগের ম্যাচের পুনরাবৃত্তি ঘটান। মার্ক ডেয়ালের করা ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই মিডল স্টাম্প উড়ে যায় সাকিবের। গোল্ডেন ডাকের গ্লানি নিয়েই সাজঘরে ফেরেন সাকিব।

এর আগের ম্যাচেও জ্যামাইকা তালাওয়াসের বিপক্ষে চারে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই আউট হন সাকিব। এদিন বল হাতেও খুব একটা সুবিধা করতে পারেননি এ বাঁহাতি স্পিনার। ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট।

শুক্রবার খুব কম সময়ে ৩ উইকেট হারিয়ে ম্যাচে পিছিয়ে পড়ে গায়ানা। তবে দুই উইন্ডিজ তারকা শাই হোপ ও শিমরন হেটমায়ারের ৬৩ রানের জুটি দলকে ম্যাচে ফেরায়। অধিনায়ক ৩৬ রান করে আউট হলেও ৩০ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন শাই হোপ।

ব্যাট হাতে শূন্য রানে ফিরলেও বল হাতে মোটামুটি সফল বলা যায় সাকিবকে। এর আগে কিংসের ব্যাটিং ইনিংসে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এ স্পিন-অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর

র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: পরিবারের দাবি নির্যাতন

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে : রেলমন্ত্রী

যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

ঢাকার তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রি, বৃষ্টি হয়ে আরো কমবে

কী কারণে ডিবিতে গেলেন মামুনুল হক?

সোনার দাম আবারও বেড়েছে

ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে বাংলাদেশের নারীরা

জালভোট পড়লেই কেন্দ্র বন্ধ হবে : ইসি হাবিব

‘ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে মেয়র তাপস মনগড়া বক্তব্য দিয়েছেন’

কানে উত্তাপ ছড়াচ্ছেন লাস্যময়ী ভাবনা

পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ নিহত ৪